Top
সর্বশেষ

বাণিজ্য ঘাটতিতে স্বস্তি দিচ্ছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ

০৮ মার্চ, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ
বাণিজ্য ঘাটতিতে স্বস্তি দিচ্ছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ
নিজস্ব প্রতিবেদক :

দেশে ডলার সংকটে সীমিত করা হয়েছে এলসি (লেটার অব ক্রেডিট) খোলার পরিমাণ। ফলে আগের অর্থবছরের তুলনায় আমদানি কমেছে প্রায় ৫ শতাংশ। যদিও এতে বাণিজ্য ঘাটতিতে আহামরি কোন পরিবর্তন আসেনি। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে বৈদেশিক মুদ্রায় রপ্তানির তুলনায় আমদানির হার বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৮ কোটি মার্কিন ডলার। তবে ঘাটতির মাঝে স্বস্তি দিচ্ছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২ দশমিক ৩১ শতাংশ।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে দেশে মোট এফডিআই এসেছে ৩০৬ কোটি ৬০ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৩১ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরের প্রথম সাত মাসে ২৭৩ কোটি ডলারের বিনিয়োগ এসেছিলো। পাশাপাশি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশে এফডিআইয়ের নিট প্রবাহ বেড়েছে ৪ দশমিক ১১ শতাংশ। এই সময়ে দেশে মোট এফডিআই এসেছে ৩০৬ কোটি ডলার, আগের বছর একই সময়ে যেখানে এসেছিল ২৭৩ কোটি ডলারের।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বাণিজ্য প্রতিদিনকে বলেন, উন্নয়নশীল দেশে অধিক মুনাফা লাভে সাধারণত বিদেশিরা বিনিয়োগে আগ্রহী থাকে। সুতরাং দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি স্বাভাবিক বিষয়। যদিও সাত মাসের হিসাব বিবেচনায় আমরা আসলে সামগ্রিক ব্যাপারটা দেখতে পাই না। তবে বিদেশি বিনিয়োগ বাড়ছে এটা দেশের অর্থনীতিতে স্বস্তি দিবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২১-২২ অর্থবছরে সব মিলিয়ে ৪৭০ কোটি ৮০ লাখ ডলারের এফডিআই এসেছিল দেশে, যা ছিল আগের ২০২০-২১ সালের চেয়ে ৩৯ শতাংশ বেশি। এছাড়া গত অর্থবছরে নিট এফডিআইয়ের পরিমাণ ছিল ২১৮ কোটি ডলার।

এর আগে ২০১৯-২০ অর্থবছরে ৩২৩ কোটি ৩০ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ পেয়েছিল বাংলাদেশ। নিট বিনিয়োগের অঙ্ক ছিল ১২৭ কোটি ১০ লাখ ডলার। ২০১৮-১৯ অর্থবছরে প্রায় ৫০০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ এসেছিল দেশে। এর মধ্যে নিট এফডিআইয়ের পরিমাণ ছিল ২৬৩ কোটি ডলার। বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ আসে ওই বছর।

বাংলাদেশে বিদেশিরা কেন বিনিয়োগে আগ্রহী এই প্রশ্নের জবাবে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কোরিয়ান রাষ্ট্রদূত এইচ ই লি জাং কুন বলেন, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ শিগগিরই উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে যাচ্ছে। বাণিজ্যিক খাতে বাংলাদেশের অগ্রগতি বেশ সন্তোষজনক। পাশাপাশি এ খাতে বাংলাদেশ প্রতিনিয়ত নতুন নতুন বহুমুখীকরণ বাণিজ্যিক শিল্প সৃষ্টি করে চলছে। ফলে স্বল্পোন্নত দেশ হওয়া সত্ত্বেও এ দেশে বিনিয়োগে আগ্রহী উঠছে বিদেশিরা।

বাণিজ্য ঘাটতির সামগ্রিক চিত্র
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ৪ হাজার ৪০৩ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। বিপরীতে দেশ থেকে রপ্তানি হয়েছে ৩ হাজার ৬৪ কোটি ডলারের পণ্য। এতে ১ হাজার ৩৩৮ কোটি বা ১৩ দশমিক ৩৮ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। যদিও ডলারের চড়া দামে গত সাত মাসে রপ্তানি আয় বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। এতে বরাবরের মতো এবারও তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি অবদান রেখেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় রেডিমেট গার্মেন্টসের প্রবৃদ্ধির হার ১৪ দশমিক ৩১ শতাংশ।

তাছাড়া এক মাসের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে ১০৮ কোটি ডলার। শেষ ডিসেম্বরে দেশে বাণিজ্য ঘাটতি ছিলো ১ হাজার ২৩০ কোটি ডলার। অবশ্য চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় গত অর্থবছরে বাণিজ্য ঘাটতি তুলনামূলক বেশি ছিলো। গত ২০২১-২২ অর্থবছরের প্রথম সাত মাসে বাণিজ্য ঘাটতি ছিলো ১ হাজার ৮৮১ কোটি ডলার। যা বর্তমান সময়ের তুলনায় ৫৪৩ কোটি ডলার বেশি। ডলার সংকটের কারণে বিলাসী পণ্য সামগ্রী আমদানিতে নিরুৎসাহিত করেছে সরকার। ফলে এলসি খোলার সীমিত গতিতে বর্তমান অর্থবছরে বাণিজ্য ঘাটতি অনেকটাই কমে এসেছে।

বিপি/আজাদ

শেয়ার