দেশের শিল্প বাণিজ্যের প্রসার এবং বিনিয়োগ বাড়াতে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের বিজনেস সামিট আয়োজন করতে যাচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। আগামী ১১-১৩ মার্চ তিন দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হবে।
এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সামিটে মোট অতিথি থাকবেন ৭৫৫ জন। এদের মধ্যে বিদেশি অতিথি হিসেবে ১০৫ জন রেজিষ্ট্রেশন করেছেন। তাছাড়া বিভিন্ন দেশের ৭ জন মন্ত্রী, বৈশ্বিক প্রতিষ্ঠানের ১২ জন নির্বাহী কর্মকর্তা এবং নানান দেশের ১৬ জন প্রতিনিধি এই সামিটে উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) এফবিসিসিআইয়ের বোর্ড রুমে সামিট সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।
তিনি বলেন, এফবিসিসিআই ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের বিজনেস সামিট আয়োজন করতে যাচ্ছে। এর আগে বাংলাদেশে এত বড় আয়োজন করা হয়নি। অনুষ্ঠিতব্য এই সামিটে সাড়ে সাতশো অতিথি ছাড়াও ১৮টি গ্রুপ, ১০টির বেশি বহর অংশগ্রহণ করবে।
জসিম উদ্দিন জানান, সৌদির থেকে ৫৫ জনের একটি বহর আসতেছেন। এছাড়া চায়না থেকে ৩০ জন, জাপান থেকে ২০ জনসহ ১৭ টি দেশ থেকে মোট ২০০ জনের মতো ডেলিগেশন আসতেছে।
এফবিসিসিআই সভাপতি জানান, বর্তমানে বাংলাদেশে ৪৭০ বিলিয়ন ডলারের ইকোনমি রয়েছে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে ৯ম বৃহত্তম ভোক্তা বাজার। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে প্রতিনিয়ত বিজনেস সামিট আয়োজন করা খুব প্রয়োজন। আশা করছি, এফবিসিসিআই আগামী ২ বছর অন্তর বিজনেস সামিট আয়োজন করবে।
বিপি/এএস