Top
সর্বশেষ

ব্যাটসম্যানের ক্যাচ মিস করেছেন সাকিব

০৯ মার্চ, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ
ব্যাটসম্যানের ক্যাচ মিস করেছেন সাকিব
নিজস্ব প্রতিবেদক :

ক্রিকেটে প্রচলিত প্রবাদ ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’। ইংল্যান্ডের তারকা ওপেনার ও দলটির অধিনায়ক জস বাটলারের মতো ব্যাটসম্যানের ক্যাচ মিস করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিপক্ষে জিততে হলে নিজেদের সর্বোচ্চ নিংড়ে দিতে হবে। আর সেখানে যদি অধিনায়কই ভুল করে বসেন তাহলে জয়ের সম্ভবনা কতোটা থাকে! তা আর বলার অপেক্ষা রাখে না।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় মুখোমুখি বাংলাদেশ দল।

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

বিপি/এএস

শেয়ার