Top
সর্বশেষ

ডেথ ওভারে নিজেদের ঝলক দেখালো হাসান-মুস্তাফিজরা

০৯ মার্চ, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ
ডেথ ওভারে নিজেদের ঝলক দেখালো হাসান-মুস্তাফিজরা
স্পোর্টস ডেস্ক :

ওপেনিং জুটিতে ৮০ রান তোলা বাটলারের দল ২০০ রানের টার্গেটেই ব্যাটিং করছিলেন। ১৩ ওভারের আগে দলীয় ১০০ রান পূর্ণ করে সেই আভাস দিচ্ছিলেন রুদ্রমূর্তি ধারন করা অধিনায়ক জস বাটলার। কিন্তু শেষ ২৪ বলে ২১ রান তুলতে পেরেছে ইংল্যান্ড দল। সাথে খুঁইয়েছে মূল্যবান ৩ উইকেট। এতে ইংল্যান্ডের দলীয় রান দাঁড়িয়েছে ১৫৬ তে। হাসান মাহমুদ ব্যক্তিগত শেষ ২ ওভারে মাত্র ৫ রান বিলিয়েছেন।

এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। শুরুটা একদমই ভালো ছিল স্বাগতিকদের।

ওপেনার ফিল সল্ট আর জস বাটলার ১০ ওভারের ওপেনিং জুটিতেই তুলে ফেলেন ৮০ রান। সল্টকে (৩৫ বলে ৩৮) উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়ে জুটিটি ভাঙেন নাসুম আহমেদ।

এরপর সাকিবকে ছক্কা হাঁকাতে গিয়ে লংঅনে ধরা পড়েন ডেভিড মালান (৪)। বাটলার তবু হাত খুলে খেলে যাচ্ছিলেন। হাসান মাহমুদকে ছক্কা মেরে ৩২ বলে ফিফটি করেন, পরের বলে হাঁকান আরেকটি ছক্কা।

বেন ডাকেটও শুরুটা ভালো করেছিলেন। ১৩ বলে ২০ করা এই ব্যাটারকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন মোস্তাফিজ। তখনও ইংল্যান্ড বেশ ভালো অবস্থানে ছিল। ১৬ ওভার শেষে ৩ উইকেটে ছিল ১৩৫ রান।

১৭তম ওভারের প্রথম বলে ভয়ংকর জস বাটলারকে ফেরান হাসান মাহমুদ। ৪২ বলে ৬৭ রানের ইনিংসে ইংলিশ অধিনায়ক হাঁকান ৪টি করে চার-ছক্কা। বাটলার ফেরার পরই ম্যাচে ফেরে বাংলাদেশ। ইংল্যান্ড থামে ৬ উইকেটে ১৫৬ রানে।

হাসান মাহমুদ ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২টি উইকেট। সাকিব সমান ওভারে ২৬ রান দিয়ে নেন একটি উইকেট। মোস্তাফিজ ১ উইকেট পেলেও খরচ করেন ৩৪ রান। তাসকিন ১ উইকেট পেতে ৩৫ এবং নাসুম আহমেদ দেন ৩১ রান।

শেয়ার