Top

জেলা আ’লীগের কমিটি থেকে বাদ দেয়া হলো সাংবাদিক শিমুল হত্যা মামলার আসামিকে

১০ মার্চ, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ
জেলা আ’লীগের কমিটি থেকে বাদ দেয়া হলো সাংবাদিক শিমুল হত্যা মামলার আসামিকে
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুকে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি থেকে বাদ দেয়া হয়েছে।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার এ তথ্য নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ ২১ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের অনুমোদিত নতুন কমিটির তালিকায় সদস্য পদে হালিমুল হক মিরুর নাম প্রকাশ পায়।

এরপর ‘জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে’ সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি কেন্দ্রীয় আওয়ামী লীগের দৃষ্টিগোচর হওয়ার পর নতুন কমিটির সদস্য পদ থেকে তাকে বাদ দেয়া হয়। তার নামে হত্যা মামলায় চার্জশিট দেয়া হয়েছে যেহেতু মামলাটি আদালতে চলমান রয়েছে তাই তাকে বাদ দিয়ে ফিরোজ নামে একজনকে সদস্য করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান ও আব্দুস সামাদ তালুকদারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

এ সম্মেলনের প্রায় এক বছর পর গত ১৯ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক পত্রে জেলার ৭৪ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ও ২৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেয়া হয়। ওই কার্যনির্বাহী কমিটির সদস্য পদে স্থান পান সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরু।

শেয়ার