Top
সর্বশেষ

আনোয়ারায় তরুণের ভুট্টা চাষ

১০ মার্চ, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ
আনোয়ারায় তরুণের ভুট্টা চাষ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গো-খাদ্যের চাহিদা মিটাতে আব্দুল মুহিত চৌধুরী সিপন নামের এক তরুণ প্রথম বারের মতো ভুট্টা চাষ করে সাফল্যের মুখ দেখছেন।

জানা যায়, উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকায় প্রায় ৬ কানি জায়গায় এই ভুট্টা চাষ করা হয়েছে। গো খাদ্যের দাম বাড়ায়, পুষ্টিকর গো-খাদ্যের চাহিদা মিটাতে ভুট্টা চাষ করেছেন বলে জানান এই তরুণ।

সরেজমিনে দেখা যায়, ভুট্টা খেতে ইতিমধ্যে ফুল আসতে শুরু করেছে। এবং অনেক ভুট্টা চারায় ছোটো ছোটো ভুট্টা মুকুলও লেগেছে।

ভুট্টা চাষের বিষয়ে উদ্যোক্তা আব্দুল মুহিদ চৌধুরী বলেন, আসলে আমার গরুর খামার রয়েছে। দিনকে দিন গো খাদ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। তাই গো খাদ্যের চাহিদা মিটাতে ভুট্টা চাষ করেছি। এই চাষে এখনোব্দি লক্ষাধিক টাকা খরচ হয়েছে। সামনে আরও কিছু খরচ রয়েছে৷ আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার চারা ভালো হয়েছে আশা করি ফসলও ভালো হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার উপজেলার হাইলধর, বারখাইন, বরুমচড়া, বারশত বটতলী, রায়পুর ইউনিয়নের ২২হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।

এবিষয়ে আনোয়ারা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, (নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চট্টগ্রাম ও চাঁদপুর প্রকল্প)র আওতায় কৃষকদের মাঝে ভুট্টার বীজ বিতরণ করা হয়েছে এবং প্রদর্শনী দেওয়া হয়েছে। দিনকে দিন উপজেলার কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছে। বিশেষ করে খামারীরা গো-খাদ্য হিসেবে ব্যবহার করার জন্য এটি চাষ করছে।

শেয়ার