Top
সর্বশেষ

সোনাগাজীতে যুবলীগ নেতার মৃত্যু, আ’লীগ-যুবলীগের ৪ নেতার নামে মামলা

১০ মার্চ, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ
সোনাগাজীতে যুবলীগ নেতার মৃত্যু, আ’লীগ-যুবলীগের ৪ নেতার নামে মামলা
ফেনী প্রতিনিধি :

ফেনীর সোনাগাজীতে মোকসুদ আলম বিপ্লব নামে যুবলীগ নেতার রহস্যজনক মৃত্যুর পর আওয়ামীলীগ ও যুবলীগের ৪ নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নিহত যুবলীগ নেতার স্ত্রী আকলিমা আক্তার বাদি হয়ে মামলটি দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ আনা হয়েছে।

নাম উল্লেখ করা অভিযুক্তরা হলেন সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সদস্য রফিকুল ইসলাম,চরছান্দিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নাজিম উদ্দিন,সোনাগাজী সদও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আলি মুর্তজা,চরছান্দিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সদস্য মো: করিম।

আকলিমা আক্তার বলেন, রফিকের স্ত্রী উম্মে রুমা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। জমিদখল, মাটি বিক্রি, শালিসবানিজ্যে জড়িয়ে পড়েন। আমার স্বামী তার অপকর্মের প্রতিবাদ করলে তাকে কয়েকটি মামলায় ফাসিয়ে দেয় রফিক। এ নিয়ে রফিকের সাথে তার চরম বিরোধ শুরু হয়। রফিকের সন্ত্রাসী বাহিনীর নির্যাতন থেকে রক্ষা পেতে আমার স্বামী পালিয়ে প্রাণ রক্ষা করেন। একই সাথে রফিকের দেওয়া মামলার কারনে পুলিশ তাকে গ্রেপ্তার করতে খুজতে থাকেন।

উপজেলা ও স্থানীয় নেতাদেও কাছে বিচার প্রার্থী হলেও তারা রফিকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। আমার স্বামী তার উপর নির্যাত ও তাকে হত্যা চেষ্টার অভিযোগ এনে একাধিকবার ফেসবুকে ভিডিও বার্তা পোষ্ট করে বিস্তারিত অবহিত করেন। তারপরেও তাদের হামলা মামলার মুখে আমার স্বামী মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। গত বুধবারে আমি আমার পিতার বাড়িতে অবস্থানকালিন সময়ে জানতে পারি নিজ ঘরে আমার স্বামীর ফাস দেওয়া লাশ পাওয়া গেছে। আমি ধারনা করছি রফিক ও তার সহযোগীরা আমার স¦ামীকে হত্যা করে লাশ ঘরে রেখে গেছে অথবা তাদের নির্যাতন থেকে রক্ষা পেতে সে নিজেই আত্মহণনের পথ বেচে নিয়েছে।

এদিকে যুবলীগ নেতার মৃত্যুর পর থেকে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী তাকে হত্যা করা হয়েছে বলে দাবী করে ক্ষোভে ফেটে পড়েন। অবস্থা বেগতিক দেখে রফিক ও তার সহযোগীরা এলাকা থেকে সটকে পড়েন। তাদের দাবী বিপ্লবকে হত্যার পর আত্মহত্যা সাজাতে অভিযুক্তরা গলায় ওড়না প্যাচিয়ে ঘরের ভুতরের সাথে বেধে রেখে পালিয়ে যায়। প্রমান গোপন করতে অভিযুক্তরা বিপ্লবের ব্যবহ্নত এন্ড্রোয়েড মোবাইলটি নিয়ে যায়।সোনাগাজী সার্কেলের

সহকারী পুলিশ সুপার তাসলিম হোসাইন বলেন, নিহতের স্ত্রীর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।অভিযুক্তদেও দায়ী করে ভিডিও বার্তা পুলিশ সংগ্রহ করেছে। নিহতের মোবাইলটি উদ্ধার ও আসামীদেরু গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

শেয়ার