“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে ইয়াসিন কলেজে গিয়ে শেষ হয়। এ সময় ইয়াসিন কলেজে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহ্সান তালুকদার (পিএএ) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম)। সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ইউএনও লিটন ঢালী প্রমুখ।
এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মাদ ইমদাদ হুসাইন। আলোচনা সভা শেষে দুর্যোগ মোকাবেলার মহড়া প্রদর্শন করা হয়।