বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। সরকার যদি উন্নয়ন করে দিয়ে দেশকে ভাসিয়ে দিয়ে থাকে তাহলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায় কেন? তারা যদি দেশের উন্নয়ন করে থাকে তাহলে জনগণ তাদেরকে ভোট দিয়ে আবারো নির্বাচিত করবে।
কিন্তু তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না। কেননা তারা জানে জনগণের সমর্থন তারা হারিয়েছেন। তারা এখন নতুন পন্থায় জোর করে নির্বাচনে জিতে পুনরায় সংসদে যেতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ আর সেটা হতে দেবেনা।
আজ দুপুরে জেলা শহরের বেউথা কালিগঙ্গা ব্রিজ সংলগ্ন জেলা বিএনপি আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারকে বিতাড়িত করার দরকার নাই। সরকারের শুভ বুদ্ধির উদয় হোক। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশে তিনবারের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি দ্বিতীয় বার মন্ত্রীত্বের পর ক্ষমতা রাজপথে ছেড়ে দিয়েছিলেন। তারপর নির্বাচন হয়েছিল। বর্তমান সরকারেরও সেরকম শুভ বুদ্ধির উদয় হোক। তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিক। আওয়ামী লীগ যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জয়লাভ করতে পারে, আমি ব্যক্তিগত ভাবে তাদের শুভেচ্ছা জানাবো।
এসময় সাবেক ছাত্রদল সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ এর সঞ্চালনায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির সহ আরও অনেকে।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএপির সহ সভাপতি আব্দুল বাতেন, এ্যাড. আজাদ হোসেন খান, জেলা বিএনপি’র সাংগনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, সেচ্ছাসেবকদল, মহিলাদলসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।