২০২৩ সালে ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিভিন্ন সূচক কাঙ্খিত পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেডের খুলনা সার্কেলের ব্যবস্থাপক সম্মলেন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার খুলনা সার্কেল কর্তৃক আয়োজিত খুলনার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর।
খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে এসময় উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও শ্যামলকৃষ্ণ সাহাসহ সার্কেলাধীন সকল নির্বাহী, কর্পোরেট শাখা প্রধান, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদাহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার অঞ্চল প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর ব্যাংকের ২০২২ সালে অর্জিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পর্যালোচনার পাশাপাশি ২০২৩ সালে আমানত বৃদ্ধি, পরিচালন মুনাফা অর্জন ও গ্রাহকসেবার মান আরও উন্নত করা, শ্রেণীকৃত ঋণ হ্রাস এবং নতুন করে কোন ঋণ যাতে শ্রেণীকৃত না হয় সে লক্ষ্যে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।