Top
সর্বশেষ

একদিনে ইউনিলিভারের দাম বাড়লো ৬৯২ কোটি টাকা

১২ মার্চ, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ
একদিনে ইউনিলিভারের দাম বাড়লো ৬৯২ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজার বড় দরপতনের মধ্যে পড়লেও চমক দেখিয়েছে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার। একদিনেই কোম্পানিটির শেয়ার দাম ৬৯২ কোটি টাকার ওপরে বেড়ে গেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের লভ্যাংশের ঘোষণা আসার পর শেয়ার দামে এমন উল্লম্ফন হলো।

রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ঘোষণা আসে, ইউনিলিভার কনজিউমার কেয়ারের পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য ২৪০ শতাংশ নগদ এবং ৬০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।

লভ্যাংশ সংক্রান্ত এমন ঘোষণা আসায় এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয় ৫৫১ টাকা দাম বাড়ার মাধ্যমে। আগের কার্যদিবসের লেনদেন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ২ হাজার ৮৪৯ টাকা। সেখান থেকে এক লাফে ৩ হাজার ৪০০ টাকায় কোম্পানিটির শেয়ার প্রথম লেনদেন হয়।

এরপর দফায় দফায় দাম বাড়তে বাড়তে প্রতিটি শেয়ারের দাম ৩ হাজার ৬০০ টাকা পর্যন্ত ওঠে। এর আগে কখনো কোম্পানিটির শেয়ারের এত দাম হয়নি। অবশ্য এরপর দাম কিছুটা কমে আসে। এক পর্যায়ে শেয়ারের দাম ৩ হাজার ১২০ টাকা ৫০ পয়সায় নামে। তবে লেনদেনের শেষ দিকে আবার দাম বাড়ে। এতে দিনের লেনদেন শেষে প্রতিটি শেয়ারের দাম ৩ হাজার ৪২৩ টাকা ৭০ পয়সায় থিতু হয়।

অর্থাৎ দিনের লেনদেন শেষে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৫৭৪ টাকা ৭০ পয়সা বা ২০ দশমিক ১৭ শতাংশ। এতে সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৬৯২ কোটি ৩০ লাখ ৯৪ হাজার ২৪০ টাকা। এই বহুজাতিক কোম্পানিটির শেয়ার দাম একদিনে এত বেশি এর আগে কখনো বাড়েনি। বরং ক্রেতা সংকটে কয়েক মাস ধরেই কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসে (সর্বনিম্ন দাম) আটকে ছিল।

লভ্যাংশ ঘোষণার পর হুট করে শেয়ার দামে এমন উল্লম্ফন হওয়াকে অস্বাভাবিক বলছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। এ বিষয়ে ডিএসই’র এক সদস্য বলেন, ইউনিলিভার কনজিউমার কেয়ার যে লভ্যাংশ দেয়, সে হিসাবে কোম্পানিটির শেয়ার দাম এমনিতেই বেশি রয়েছে। এখন ২৪০ শতাংশ নগদ ও ৬০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণার পর, যেভাবে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে তা কিছুতেই স্বাভাবিক হতে পারে না।

তিনি বলেন, শেয়ারের এই দাম বাড়ার পেছনে কোনো বিশেষ চক্র থাকতে পারে। বাজারে এই বহুজাতিক কোম্পানিটির শেয়ার সংখ্যা খুবই কম। আবার সিংহভাগ শেয়ার উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে হাতেগোনা কিছু শেয়ার। শেয়ার সংখ্যা কম হওয়ায় বিশেষ চক্রের পক্ষে শেয়ার দাম বাড়ানো খুবই সহজ।

ডিএসই’র আরেক সদস্য বলেন, ২০২২ সালের ব্যবসায় ইউনিলিভার কনজিউমার কেয়ার শেয়ারপ্রতি মুনাফা করেছে ৬০ টাকা ৬৪ পয়সা। এর বিপরীতে শেয়ারপ্রতি নগদ লভ্যাংশ দিয়েছে ২৪ টাকা। অর্থাৎ কোম্পানিটি মুনাফার অর্ধেকও লভ্যাংশ হিসেবে দিচ্ছে না। কিন্তু নগদ লভ্যাংশের সঙ্গে বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। এটিকেই হয়তো কোনো চক্র হাতিয়ার হিসেবে ব্যবহার করে শেয়ার দাম বাড়িয়েছে। কারণ বহুজাতিক কোম্পানিগুলো সাধারণত লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার দেয় না।

তিনি বলেন, এর আগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লভ্যাংশ হিসেবে বড় বোনাস শেয়ার দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে কোম্পানিটির শেয়ার দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়। দাম বাড়তে বাড়তে প্রতিটি শেয়ারের প্রায় দুই হাজার টাকা হয় যায়। কিন্তু এখন ৫১৮ টাকায় সেই শেয়ারের ক্রেতা মিলছে না। মাসের পর মাস ধরে ব্রিটিশ আমেরিকান টোবাকোর শেয়ার দাম ফ্লোর প্রাইসে আটকে রয়েছে। সুতরাং বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই ভেবে সিদ্ধান্ত নিতে হবে।

যোগাযোগ করা হলে ইউনিলিভার কনজিউমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান জাগো নিউজকে বলেন, আমার ফিউচার প্ল্যান আছে, এজন্য এবার বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছি।

বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা আসায় ইউনিলিভার কনজিউমার কেয়ারের শেয়ার দামে বড় উত্থান হয়েছে, আপনারা এটিকে স্বাভাবিক মনে করছেন কি না, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, শেয়ারবাজার আমরা নিয়ন্ত্রণ করি না। সুতরাং এ বিষয়টি আমরা বলতে পারবো না। আমরা কী কারণে বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছি, সেটি বলতে পারি।

এর আগে ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় এই বহুজাতিক কোম্পানিটি। তার আগে ২০২০ সালেও ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ইউনিলিভার কনজিউমার কেয়ার। নতুন নামে এটি (২০২০ সাল) ছিল কোম্পানিটির প্রথম লভ্যাংশ। আগের কোম্পানিটির নাম ছিলো ‘গ্লাক্সোস্মিথক্লাইন বা জিএসকে’।

হরলিকস, মালটোভা, গ্ল্যাক্সোজ-ডি, সেনসোডাইন’র মতো পণ্য নিয়ে বাংলাদেশে দাপটের সঙ্গে ব্যবসা করা গ্লাক্সোস্মিথক্লাইন ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কনজিউমার হেলথকেয়ার ও ফার্মাসিটিক্যালস দুই ইউনিটের মাধ্যমে দাপটের সঙ্গে ব্যবসা করলেও লোকসান দেখিয়ে ২০১৮ সালে ওষুধ উৎপাদন কারখানা এবং ফার্মাসিউটিক্যাল বিজনেস ইউনিটের সব কার্যক্রম বন্ধ করে দেয় বহুজাতিক কোম্পানিটি।

এরপর সমঝোতার মাধ্যমে ২০২০ সালের ২৮ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের মাধ্যমে জিএসকের শেয়ার কিনে নেয় ইউনিলিভার। ৯৮ লাখ ৭৫ হাজার ১৪৪টি শেয়ারের প্রতিটি কেনা হয় ২ হাজার ৪৬ টাকা ৩০ পয়সা করে। শেয়ার কিনে নেওয়ার দুদিনের মধ্যে নতুন এমডি নিয়োগ দেওয়া হয়। সেই সঙ্গে ‘গ্লাক্সোস্মিথক্লাইন বা জিএসকে’ নাম বাদ দিয়ে প্রতিষ্ঠানটির নতুন নাম দেয়া হয় ‘ইউনিলিভার কনজিউমার কেয়ার’।

ডিএসই’র তথ্য অনুযায়ী, ১২ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ২০ লাখ ৪৬ হাজার ৪৪৯টি। এর মধ্যে ৮৬ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৩ দশমিক ৯২ শতংশ সধারণ বিনিয়োগকারী এবং ৮ দশমিক ৮৩ শতাংশ প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে। আর বিদেশিদের কাছে আছে দশমিক ২৯ শতাংশ।

বিপি/এএস

শেয়ার