Top

কম সুদের সঞ্চয়পত্রে আগ্রহ কমছে মানুষের

১২ মার্চ, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ
কম সুদের সঞ্চয়পত্রে আগ্রহ কমছে মানুষের
নিজস্ব প্রতিবেদক :

দেশের মধ্যবিত্ত পরিবারের আস্থার জায়গা ছিল সঞ্চয়পত্র। সন্তানদের অনাগত ভবিষ্যৎ এবং পরিবারের কল্যাণে মাস শেষে খরচের পর থাকা উদ্বৃত্ত টাকা মানুষেরা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতেন। আবার চাকরি শেষে পাওয়া পেনশনের একটা অংশ আসতো সঞ্চয়পত্র খাতে। কিন্তু বর্তমানে এই খাতে সুদের হার বেশ কমিয়ে দিয়েছে সরকার। পাশাপাশি সঞ্চয়পত্রে একটা নির্দিষ্ট অঙ্ক বিনিয়োগ করলে আয়কর রিটার্ন দাখিলসহ নানান শর্তের মুখোমুখি হচ্ছেন সঞ্চয়কারীরা। ফলে দেশে আশাঙ্কাজনক হারে সঞ্চয়পত্রের বিক্রি কমেছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) সঞ্চয়পত্রের নিট বিক্রি কমেছে ৩ হাজার ৬৯ কোটি ৪৩ লাখ টাকা।

জাতীয় সঞ্চয় অধিদফতরের হালনাগাদ তথ্য থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের এই সাত মাসে যত টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে তা দিয়ে গ্রাহকদের আগে বিনিয়োগ করা সঞ্চয়পত্রের সুদ-আসল পরিশোধ করা সম্ভব হয়নি। উল্টো ৩ হাজার ৬৯ কোটি ৪৩ লাখ টাকা সরকার তার কোষাগার থেকে অথবা ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নিয়ে শোধ করেছে। এর আগে গত ২০২১-২২ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে নিট বিক্রির পরিমাণ ছিল ১২ হাজার ১৭৫ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ ওই সাত মাসে সুদ-আসল পরিশোধের পরও সরকারের কোষাগারে ১২ হাজার ১৭৫ কোটি ৬৬ লাখ টাকা জমা ছিল। এর ফলে তখন ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রয়োজন পড়েনি।

এদিকে চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে মাত্র ৩৭ কোটি ৪৩ লাখ টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। ২০২১ সালের জানুয়ারিতে এই বিক্রির পরিমাণ ছিল ২ হাজার ৫৮৬ কোটি টাকা। অর্থাৎ সঞ্চয়পত্র বিক্রি আশাঙ্কাজনক হারে কমেছে।

সংশ্লিষ্টরা বলছেন, সঞ্চয়পত্রের বিপরীতে সরকারকে উচ্চ হারে সুদ গুনতে হয়। বেশি সঞ্চয়পত্র বিক্রি হলে গুনতে হয় বেশি সুদ। সে তুলনায় বর্তমানে দেশের বাজারে ব্যাংকঋণ বেশি সস্তা। ফলে সঞ্চয়পত্র থেকে মুখ ঘুরিয়ে ব্যাংকিং খাত থেকে ঋণ নিচ্ছে সরকার। ফলে সঞ্চয়পত্রের সুদের হার স্থিতিশীল রাখতে সরকার নানান শর্তারোপ করেছে। এতে আগের তুলনায় বিক্রি ব্যাপক কমেছে।

বাজেট ঘাটতি মেটাতে চলতি অর্থবছর সঞ্চয়পত্র থেকে ৩৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরেছে সরকার। এর বিপরীতে প্রথম ছয় মাসে এই খাত থেকে কোনো ঋণ পায়নি সরকার, উল্টো আগের অর্থবছরের ধার-দেনা শোধ করেছে। এ অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ছিলো ১ লাখ ১৪ হাজার ২৭৫ কোটি টাকা।

এর আগে সঞ্চয়পত্র বিক্রির চাপ কমাতে ২০১৯ সালের ১ জুলাই থেকে মুনাফার ওপর উৎসে করের হার ৫ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়। একই সঙ্গে এক লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বাধ্যতামূলক করা হয়। ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে সঞ্চয়পত্র বিক্রি না করার শর্ত আরোপসহ আরও কিছু কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তারপরও বাড়তে থাকে বিক্রি। সর্বশেষ সঞ্চয়পত্রের বিক্রি কমাতে ২০২১ সালের ২২ সেপ্টেম্বর থেকে ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার ২ শতাংশের মতো কমিয়ে দেয় সরকার। এর পর থেকেই বিক্রি কমছে।

সঞ্চয়পত্র থেকে ঋণ না পেলেও ব্যাংকিং খাতে সরকারের ঋণ বেড়েছে। চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকার মোট ঋণ নিয়েছে ১ লাখ ৫ হাজার ৪৩০ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯১ হাজার ৮৪৫ কোটি টাকা বেশি। আগের অর্থবছরের ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছেন ১৩ হাজার ৫৮৫ কোটি টাকা। তাছাড়া চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার এ পর্যন্ত মোট ঋণ নিয়েছেন ৪৫ হাজার ৪৩৭ কোটি টাকা। এমনকি গত ফেব্রুয়ারি মাসের শেষ দিনে দেশের প্রধান ব্যাংক থেকে ৮৪৫ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার।

শেয়ার