Top
সর্বশেষ

শেষ হলো বাংলাদেশ বিজনেস সামিট

১৩ মার্চ, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ
শেষ হলো বাংলাদেশ বিজনেস সামিট
নিজস্ব প্রতিবেদক :

নানান আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো দেশের বৃহত্তম আন্তর্জাতিক ব্যবসায়িক সম্মেলন ‘বাংলাদেশ বিজনেস সামিট।’ দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি বা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) ৫০ বছর উদযাপন উপলক্ষে এই আয়োজন করা হয়।

আজ (১৩ মার্চ) আটটি প্ল্যানারি ও প্যারালাল সেশনের মধ্য দিয়ে এই সামিটের সমাপ্তি ঘটে।

রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজনেস সামিটের আয়োজন করা হয়। দেশি-বিদেশি নানান ব্যবসায়ী, শিল্পপতি এবং মন্ত্রীদের অংশগ্রহণে তিন দিনব্যাপী চলে এই সামিট।

বিজনেস সামিটে বিভিন্ন ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি, এবং ব্যবসায়িক গোষ্ঠীর প্রধানরা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ এবং বিশ্ব অর্থনীতি সম্পর্কে আলোচনা করেন এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ওপর নিজেদের অভিমত তুলে ধরেন।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, আমি বিশ্বাস করি বিজনেস সামিট ইভেন্টটি ব্যবসায়িক ধারণা আদান-প্রদান, পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা এবং বাংলাদেশে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টির জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের দেশে ২৬ বছরের কর্মক্ষম মানুষের সংখ্যা ৬৮ শতাংশ। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় আমাদের ম্যান পাওয়ার অনেক বেশি। আমাদের শ্রম বাজার, চাহিদার বাজার অন্যান্য দেশের তুলনায় বেশ বড়। দেশের ফ্রিল্যান্সাররা আগামী ৪-৫ বছরের মধ্যে ৬ বিলিয়ন ডলার উপার্জন করবে। নিজেদের সক্ষমতাগুলো কিন্তু আমাদেরই বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। আশা করছি, ২০৪০ এর আগে বাংলাদেশ ট্রিলিয়ন ডলার অর্জন করবে।

এর আগে শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন সামিটের অন্যতম আকর্ষণ ‘বেস্ট অব বাংলাদেশ এক্সপো’র উদ্বোধন করেন তিনি।

বিপি/আজাদ

শেয়ার