Top
সর্বশেষ

আলফাডাঙ্গা উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত

১৪ মার্চ, ২০২৩ ১০:৩১ পূর্বাহ্ণ
আলফাডাঙ্গা উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় পূণবার্সিত ‘ক’ শ্রেণিভুক্ত পরিবারের তথ্য পর্যালোচনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লিটন আলী, উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, পৌরসভার মেয়র আলী আকসাদ ঝন্টু, অধ্যক্ষ শাহ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক জানান, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় আলফাডাঙ্গা উপজেলায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন ও সাংবাদিকদের সমন্বয়ে ভূমিহীন-গৃহহীন বাছাই করে পুনর্বাসন করা হয়েছে। স্থানীয় ব্যক্তিবর্গের সুসমন্বয়ে ভূমিহীন-গৃহহীনদের প্রধানমন্ত্রীর সহায়তার আওতায় এনে আলফাডাঙ্গা উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে আজকের এই তথ্য পর্যালোচনা সভার আয়োজন করা হয়েছে। সকলের মতামতের ভিত্তিতে আমরা আলফাডাঙ্গা উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণার বিষয়টি সকলে অবগত করতে চাই।

উল্লেখ্য, এ উপজেলায় ৭৩৫টি ঘর প্রদান করা হয়েছে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার ভূমিহীন-গৃহহীনরা কেউ বাদ পড়েছে কিনা আর কাউকে ঘর দিতে হবে কিনা এ সকল বিষয় নিয়ে উপজেলার সকল শ্রেণীর প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে।

শেয়ার