Top

গোপালগঞ্জে চাল আত্মসাতের দায়ে ইউপি সদস্য বরখাস্ত

১৪ মার্চ, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ
গোপালগঞ্জে চাল আত্মসাতের দায়ে ইউপি সদস্য বরখাস্ত
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিজিডির চাল আত্মসাতের দায়ে কুশলা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মো. ইয়াকুব আলীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

রবিবার (১২ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ প্রদান করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলাধীন কুশলা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ইয়াকুব আলী শেখের বিরুদ্ধে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃত সদস্য মো. ইয়াকুব আলী শেখ বলেন, ‘দীর্ঘদিন আমি ইউনিয়ন পরিষদের মিটিংয়ে অনুপস্থিত ছিলাম। সে জন্য আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে আমি এখনো কাগজ হাতে পাইনি।’

কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ বলেন, ‘পূর্বের চেয়ারম্যান থাকা অবস্থায় ইউপি সদস্য ইয়াকুব আলী শেখ ভিজিডির চাল আত্মসাৎ করেছেন। আমি দায়িত্ব গ্রহণের পর ওই সদস্যের অনিয়ম ধরা পরে।’

শেয়ার