Top
সর্বশেষ

ওমাদরাসার বাথরুমে মিলল শিক্ষার্থীর মরদেহ

১৪ মার্চ, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ
ওমাদরাসার বাথরুমে মিলল শিক্ষার্থীর মরদেহ
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকার একটি মাদ্রাসা থেকে সাবিব শাইয়ান (১০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) রাতে দারুস সূফ্ফাহ তাহফিজুল কোরআন মাদরাসার বাথরুম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

সাবিব শাইয়ান ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মশিউর রহমান চৌধুরীর ছেলে। পরিবারের সঙ্গে নগরীর বাগমনিরাম পল্টন রোডে আব্দুল কাদের চৌধুরী বাড়িতে থাকতেন।

শিশুটির বাবা মশিউর রহমান চৌধুরী জানান, প্রতিদিন সকালে আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে যাই। আবার রাত ৯টায় মাদ্রাসা থেকে বাসায় নিয়ে আসি। প্রতিদিনের মতো সোমবার সকালেও দিয়ে এসেছিলাম। রাত ৯টায় আমাকে মাদ্রাসা থেকে ফোন করে জানায় তাড়াতাড়ি মাদ্রাসায় যেতে। সেখানে গিয়ে দেখি বাথরুম থেকে আমার ছেলের লাশ বের করছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার জানান, মাদরাসার বাথরুম থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষের দাবি- ‘গলায় দড়ি দিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে।’ এছাড়া শিক্ষার্থীর গলায় চিহ্ন আছে। ধারণা করছি, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তারপরও আমরা সবকিছু দেখছি। এখনো নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না।

ওসি মনজুর কাদের মজুমদার আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার