Top

আ.লীগের প্যাডে মন্ত্রীর ছবি, ক্ষুব্ধ নেতাকর্মীরা

১৪ মার্চ, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ
আ.লীগের প্যাডে মন্ত্রীর ছবি, ক্ষুব্ধ নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক :
দলীয় প্যাডে মন্ত্রীর ছবি ব্যবহার করে সমালোচনার মুখে পড়েছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। দলটির স্থানীয় নেতাকর্মীরা বলছেন, মন্ত্রীর মন রক্ষা করতেই আওয়ামী লীগের প্যাডে তার ছবি ব্যবহার করেছেন উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদক। যা পুরোপুরি আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থী।
আর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, দলীয় প্যাডের নির্দিষ্ট ডিজাইন আছে। কেন্দ্রীয় ডিজাইনের আদলে দলের শাখা কমিটিসমূহ নিজস্ব প্যাড ব্যবহার করেন- এটাই রীতি। দলীয় প্যাডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাইরে কোনও নেতার ছবি ব্যবহার করার সুযোগ নেই।
সূত্রে জানা যায়, সম্প্রতি স্থানীয় বেশ কয়েকজন নেতাকে দলের সদস্য পদে মনোনীত করেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি ও সংগঠনকে আরও শক্তিশালী করতেই তাদের মনোনীত করা হয়। দলে নতুন সদস্য অন্তর্ভুক্তি করতে উপজেলা আওয়ামী লীগ যে প্যাড ব্যবহার করেছে, তাতে নির্দিষ্ট ডিজাইন পরিহার করে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল  ইসলামের ছবি ব্যবহার করা হয়েছে। যা নিয়ে ক্ষুব্ধ দলটির স্থানীয় নেতারা।
স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মন্ত্রীর মন রক্ষা করতেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক নিজস্ব উদ্যোগে দলীয় প্যাডে মন্ত্রীর ছবি ব্যবহার করেছেন। মূলত তারা তার ছবি ব্যবহারের মধ্যদিয়ে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করেছেন। এজন্য দলের গঠনতন্ত্র ও নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, উনি (এলজিআরডি মন্ত্রী মো. তাজুল  ইসলাম) অনেক বড় মন্ত্রী।  প্রধানমন্ত্রী তাকে এতো বড় দায়িত্ব দিয়েছেন। তাহলে আমরা আওয়ামী লীগে প্যাডে তার ছবি ব্যবহার করলে সমস্যা তো হওয়ার কথা না? আগামী নির্বাচন সামনে রেখে দলের স্বার্থে ও দলকে শক্তিশালী করার জন্য ছবি ব্যবহার করা হয়েছে।
আওয়ামী লীগের প্যাডে মন্ত্রীর ছবি ব্যবহার করা দলের গঠনতন্ত্র পরিপন্থী কি না এমন প্রশ্নের জবাবে জাকির হোসেন বলেন, সব তো আর নিয়মতান্ত্রিক হয় না। দলের গঠনতন্ত্রও সবাই ফলো করে না। নিয়মতান্ত্রিক হলে তো বাংলাদেশ সোজা হয়ে যেতো। সব কিছু যদি নিয়মতান্ত্রিক ও গঠনতন্ত্র মেনে হতো- তাহলে মসজিদে সবাই আজান দিতো, সবাই নামাজ পড়াতো। ছবি ব্যবহার করলে অন্য কোথাও ভালো বলে কি না জানি না, তবে আমাদের এলাকায় বলে।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্যাডের নির্দিষ্ট ডিজাইন আছে। কেন্দ্রীয় ডিজাইনের আদলে দলের শাখা কমিটিসমূহ নিজস্ব প্যাড ব্যবহার করেন- এটাই রীতি। দলীয় প্যাডে কারও ছবি ব্যবহার করা হয় না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাইরে কোনও নেতার ছবি ব্যবহার করার সুযোগ নেই। তবে প্রিয় কিছু নেতা এবং তোষামোদকারী মাঝে-মধ্যে আওয়ামী লীগের নিজস্ব সংস্কৃতি ভুলে যান, যা দুর্ভাগ্যজনক।
শেয়ার