Top

মাগুরায় ১৪০০ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

১৫ মার্চ, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ
মাগুরায় ১৪০০ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার শ্রীপুরে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মাদক বিরোধী অভিযানে ১৪’শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

আটককৃতরা হলো মাগুরার শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে রাব্বি শেখ (২৫) এবং একই উপজেলার সোনাতুন্দী গ্রামের আবুল কালাম বিশ্বাসের ছেলে তাহিদ বিশ্বাস (২২)।

পুলিশ জানান, মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই নিরস্ত্র কৃষ্ণ কমল রায়, এএসআই হাসানুজ্জামান, এএসআই বিপ্লব হোসেন, এএসআই জহুরুল ইসলাম, এএসআই মাধব চন্দ্র ঘোষ ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম কর্তৃক গতকাল ১২ টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানাধীন ওয়াপদা বাজারস্থ মাগুরা-ঢাকা মহাসড়কের পূর্ব পার্শ্বে সৌদিয়া বাস কাউন্টারের সামনে হইতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। বিশেষ কায়দায় আসামিদের পায়ে এ্যাংলেটে রক্ষিত ১৪’শ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের আটক করা হয়।

এ বিষয়ে মাগুরা (ওসি) ডিবি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়ে

শেয়ার