অবশেষে ঘরের মাঠ তুরিনে পরাজয়ের স্বাদ পেলো জুভেন্টাস। চ্যাম্পিয়নরা রোমার বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে মৌসুম শেষ করেছে। ২০১৮ সাল থেকে সিরি আ’ লিগে নিজেদের মাঠে অপরাজিত ছিল জুভেন্টাস। কিন্তু তুরিনে ৪০তম ম্যাচে এসে মুদ্রার উল্টো পিঠ দেখলো মাউরিসিও সারির দল।
দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন তুরিনের বুড়িরা অবশ্য ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল। কিন্তু পঞ্চম মিনিটে গঞ্জালো হিগুয়েনের করা গোলটি ধরে রাখতে পারেনি জুভরা। ২৩তম মিনিটে নিকোলা কালিনিচের গোলে সমতায় ফিরে রোমান গ্লাডিয়েটররা।
এরপর ৪৪ ও ৫২তম মিনিটে জোড়া গোল করেন দিয়েগো পেরোত্তি। রোমার আর্জেন্টাইন উইঙ্গারের দ্বিতীয় গোলটি এসেছে পেনাল্টি থেকে। দুই ম্যাচ হাতে রেখে টানা নবম সিরি’আ শিরোপা জিতে নেয় জুভেন্টাস। তবে শেষ দুই ম্যাচ পরাজয় নিয়ে তাদের মাঠ ছাড়তে হলো তুরিনের বুড়িদের।