Top
সর্বশেষ

সীতাকুণ্ডে অক্সিজেন কারখানায় ধর্মঘট প্রত্যাহার, মানববন্ধন স্থগিত

১৮ মার্চ, ২০২৩ ১০:০৭ পূর্বাহ্ণ
সীতাকুণ্ডে অক্সিজেন কারখানায় ধর্মঘট প্রত্যাহার, মানববন্ধন স্থগিত
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতের মামলার আসামি সীমা অক্সিজেন কারখানার এক পরিচালকের কোমরে দড়ি বেঁধে আদালতে নেয়ার ঘটনায় অক্সিজেন প্ল্যান্টে চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসক (ডিসি) আবুল বাশার মো. ফখরুজ্জামানের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিত করে জাহাজ ভাঙা শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স এসোসিয়েশনের সদস্য মাস্টার আবুল কাশেম।

জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে বিএসবিআরএ’র প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মুহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, শিল্প পুলিশ সুপার, বিএসবিআরএ’র সভাপতি মো. আবু তাহের, সহ-সভাপতি জহিরুল ইসলাম রিংকু, সদস্য মাস্টার আবুল কাশেম, লিয়াকত আলী চৌধুরী ও অক্সিজেন প্লান্ট মালিক এবং শিপ ইয়ার্ডের মালিকরা।

আলোচনা সভায় ব্যবসায়ী নেতারা সীমা অক্সিজেন প্লান্টের মালিক পারভেজ উদ্দিন সান্টুকে কোমরে দড়ি বেঁধে আদালতে তোলা ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার বিষয়টি তুলে ধরেন। এসময় উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। শিল্প পুলিশের পুলিশ সুপার বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন। একইসাথে ঘটনায় জড়িত এসআই অরুন কান্তি বিশ্বাসকে বরখাস্ত করা হয়েছে। পরে আলোচনা সভা শেষে শনিবারের মানববন্ধন কর্মসূচি স্থগিত করেন বিএসবিআরএ’র নেতারা।

এর আগে বৃহস্পতিবার বিকাল চারটায় সীতাকুণ্ডের বানু বাজারস্থ বিএসবিআরএ’র কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শুক্রবার থেকে সীতাকুণ্ডের সব অক্সিজেন প্লান্ট বন্ধের ঘোষণা দেয় নেতৃবৃন্দ। একইসাথে শনিবার বেলা এগারোটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি করার ঘোষণা দেয় ৷

খোঁজ নিয়ে জানা যায়, সপ্তাহের প্রতি সোমবার অক্সিজেন প্লান্ট বন্ধ থাকে। আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার সব অক্সিজেন প্লান্ট বন্ধ রাখেন মালিকরা। একইসাথে সীতাকুণ্ডের ভাটিয়ারী, মাদামবিবির হাট, কদমরসুল, সলিমপুর, ফৌজদারহাট, বিএম গেইট, জলিলসহ উপজেলার বিভিন্ন জায়গায় শনিবারের মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য প্রস্তুতি নেয়া হয়। অন্তত ৩০ টি ব্যবসায়ী সংগঠন মানববন্ধনে অংশ নিতে ব্যানার, ফেস্টুন ও লিফলেট ছাপাতে থাকে। প্রায় ৩০টি বাস ভাড়া করা হয় মানববন্ধনে যোগ দিতে যাওয়া লোকদের নিয়ে যেতে।

মানববন্ধনে ৫ হাজার মানুষের সমাগম হতো বলে ধারণা করা হচ্ছিল। অবশেষে পূর্ব ঘোষিত সেই মানববন্ধন স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিএসবিআরএ’র সদস্য মাস্টার আবুল কাশেম বলেন, প্রশাসনের সাথে আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা আমাদের মানববন্ধন কর্মসূচি স্থগিত করেছি। দাবি কী ছিল জানতে চাইলে তিনি বলেন, আমাদের দাবি আইনসঙ্গত ছিল। সেগুলো ওনারা মেনে নিয়েছেন।

বৈঠকে উপস্থিত সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, জেলা প্রশাসক স্যারের হস্তক্ষেপে মানববন্ধনটি স্থগিত করা হয়েছে। কোমরে দড়ি বাঁধার সাথে জড়িত এসআই অরুন কান্তি বিশ্বাসকে বরখাস্ত করা হয়েছে। আর সান্টুর মুক্তির দাবিটি আইনগত বিষয়। এটি আইনি প্রক্রিয়া। শনিবার থেকে সব অক্সিজেন প্ল্যান্ট খোলা থাকবে।

শেয়ার