শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়ায় সরকারি খরচে আইনগত সহায়তা, বিকল্প বিরোধ নিষ্পত্তি ও আইনগত পরামর্শ প্রদান বিষয়ক উদ্বুদ্ধ করন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকালে নওপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা লিগ্যাল এইডের উদ্যোগে সরকারি খরচে আইনগত সহায়তা বিকল্প বিরোধ নিষ্পত্তি ও আইনগত পরামর্শ প্রদান বিষয়ক উদ্বদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়।
নওপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে সঞ্চালনা করেন করেন বিজ্ঞ সহকারী জজ মো: সালাউদ্দিন, আইনের উপর আলোচনা করেন বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো: খালেদ মিয়া, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মুন্সির সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র এডভোকেট আবুল কালাম আজাদ,শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম,চরআত্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: এনায়েত উল্লাহ মুন্সী, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সহধর্মিণী পারভীন হোসেন,ফয়জুল হাসান বাদল মুন্সী,মো: রাফিক উল্লাহ মুন্সী,লিপি মুন্সী,আদিল আহমেদ মুন্সী, মিজানুর রহমান শামীম প্রমুখ।