Top

এপ্রিল থেকে কমতে পারে রপ্তানি আয়

১৮ মার্চ, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ
এপ্রিল থেকে কমতে পারে রপ্তানি আয়
নিজস্ব প্রতিবেদক :

দেশের রপ্তানি আয়ের নেতৃত্ব দিয়ে থাকে তৈরি পোশাক খাত। শেষ কয়েকবছর এ খাত থেকে সবচেয়ে বেশি আয় করেছে বাংলাদেশ। পোশাক খাতে রপ্তানি কম তো বাংলাদেশের সামগ্রিক রপ্তানিতে ভাটার প্রবাহ দেখা দেয়। চলতি অর্থবছরের প্রথম আট মাসে তৈরি পোশাক থেকে রপ্তানি হয়েছে ৩১ হাজার ৩৬১ মার্কিন ডলার। যা খাত হিসেবে মোট রপ্তানির সিংহভাগ বলা চলে। তবে কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে আগামী মাস থেকে এ খাতে রপ্তানি আয় কমতে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

শনিবার (১৮ মার্চ) বিজিএমইএর সভা কক্ষে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। এ সময় বিজিএমএর ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, টাকার অংকে বা মূল্যভিত্তিক রপ্তানি বাড়লেও পরিমাণের দিক (অর্ডারের) থেকে প্রবৃদ্ধি হয়নি। বরং আগের বছর তুলনায় পোশাক পণ্য রপ্তানি আয় কমেছে আগামী মাস থেকে মূল্যভিত্তিক রপ্তানি আয়ও কমে যাবে।

তিনি বলেন, প্রধানত দুটি কারণে রপ্তানি অর্ডার ক্রমাগত কমছে। প্রথমত, বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামালের মূল্যবৃদ্ধি পেয়েছে। এ কারণে আমাদের উৎপাদন খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। যার প্রভাব পোশাকের মূল্যের উপর পড়েছে।

দ্বিতীয়ত, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের শিল্পের মূল্য সংযোজিত পণ্যে উল্লেখযোগ্য বিনিয়োগ হয়েছে। আমাদের বেশ কিছু কারখানা অপেক্ষাকৃত উচ্চমূল্যে পণ্য রপ্তানি করছে। ফলে পোশাকের ইউনিট প্রাইস বেড়েছে। সুতরাং আমাদের যে হারে মূল্যভিত্তিক প্রবৃত্তি হয়েছে সে অনুপাতে পরিমাণ ভিত্তিক প্রবৃদ্ধি হয়নি।

শেয়ার