সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটি ৫১৬ বারে ৫ লাখ ৪৭ হাজার ৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বেক্সিমকোর দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১৪ হাজার ৩৯৩ বারে ২ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৩৭৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১৭ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৮৬৯ বারে ২৫ লাখ ৪৮ হাজার ২০২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৪ কোটি ৯৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – বার্জার পেইন্টসের ৫ দশমিক ৮১ শতাংশ, ইউনিলিভারের ৪ দশমিক ৯৯ শতাংশ, রেকিট বেনকিজারের ৪ দশমিক ৫৭ শতাংশ, জিবিবি পাওয়ারের ৪দশমিক ২৩ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৪ দশমিক ০৫ শতাংশ, গোল্ডেন সনের ৩ দশমিক ৮৯ শতাংশ ও ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৩ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে।