Top

ভুয়া এনজিও খুলে গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে প্রতারণা

১৯ মার্চ, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ
ভুয়া এনজিও খুলে গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে প্রতারণা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর মিয়াপাড়ার ষাটোর্ধ দিনমজুর মনিরুল ইসলাম (৬২) নাতনীর বিয়ের প্রস্তুতি হিসেবে জমানো ২০ হাজার টাকা রেখেছিলেন অবৈধ ও অনিবন্ধিত বাংলাদেশ আইডিয়াল সোসাইটি ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন-বিসিফ নামের একটি ভুয়া এনজিও-তে। কিন্তু বিয়ের এক মাস আগে থেকে ওই ভুয়া এনজিওতে ঘুরে ঘুরেও টাকা না পেয়ে শেষে ধারদেনা করে দিয়েছেন বিয়ে। এরমধ্যেই অফিসে তালা মেরে পালিয়ে গেছে বিসিফের শ্যামপুর শাখার কর্মকর্তা-কর্মচারীরা।

শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী সিনিয়ারা খাতুনের দিনমজুর স্বামীর প্রতিদিনের আয় থেকে জমানো টাকা রেখেছিলেন বিসিফের শ্যামপুর শাখায়। উদ্দেশ্য ছিল, জমানো টাকা দিয়ে ভাঙ্গাচোরা বাড়ি ভেঙে তৈরি করবেন ইটের বাড়ি, হবে মাথা গোঁজার ঠাঁই৷ কিন্তু তার এই টাকা নিয়ে পালিয়েছে বিসিফ নামের অবৈধ এনজিও।

কয়লার দিয়াড় গ্রামের জলিল উদ্দিনের ছেলে রজিবুল ইসলাম পেশায় রাজমিস্ত্রী৷ ছেলেমেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে শতকষ্টে কিছু কিছু করে দীর্ঘ ৬ বছরে জমিয়েছেন প্রায় ৩ লাখ টাকা। কিন্তু তার সবগুলো টাকা নিয়েই পালিয়েছে বিসিফ। পথে বসেছেন রাজমিস্ত্রী রজিবুল ইসলাম। চোখের পানি ফেলে নিজের অসহায়ত্ব প্রকাশ ছাড়া কোন উপায় দেখছেন না তিনি।

মনিরুল, সিনিয়ারা, রজিবুলের মতো কয়েক হাজার গ্রাহক নিজেদের জমানো টাকা সঞ্চয় করেছেন এই এনজিওতে। তবে নিজেদের কষ্টার্জিত অর্থ জমা রাখতে গিয়ে তারা সকলেই এখন অসহায়ত্বের মধ্যে দিন পার করছেন।

গত কয়েকমাস থেকে ঘুরে ঘুরেও গ্রাহকদের সঞ্চয়ের টাকা ফেরত দিচ্ছে না বাংলাদেশ আইডিয়াল সোসাইটি ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন-বিসিফ। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় গ্রাহকের প্রায় ৪০-৫০ কোটি টাকা নিয়ে কয়েকমাস আগে শ্যামপুরসহ কয়েকটি শাখায় তালা মেরে পালিয়েছে বলে অভিযোগ গ্রাহকদের।

জানা যায়, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বা এমআরএ’র নিবন্ধন বা অনুমোদন ছাড়াই অবৈধভাবে ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী বিসিফের মূল মালিক ছিলেন, রাজশাহীর গোদাগাড়ীর মো. কামাল উদ্দিন, শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকার জহুরুল ইসলাম, শিবগঞ্জের মিজানুর রহমান ও বাবর আলী। তবে কয়েকটি শাখার কার্যক্রম গুটিয়ে নেয়ার পর তারা পরস্পরের প্রতি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। মো. কামাল উদ্দিনের দাবি, তিনি প্রতিষ্ঠানটির সাবেক নির্বাহী পরিচালক। অপরদিকে, জহুরুল ইসলাম বলছেন, এর সকল দায়ভার কামাল উদ্দিনের। বাকি অন্যতম দুই মালিক মিজানুর ও বাবর আলীও দায়িত্ব নিতে অপরাগ। তাদের এই অন্তদ্বন্দ্বে পথে বসেছেন হাজারো গ্রাহক।

শ্যামপুর ইউনিয়নের চামা বাজারের লেদমিস্ত্রী গোলাম রাব্বানী (৪০) প্রতিদিনের প্রারিশ্রমিক ও পরিবারের সবাই মিলে দোকানের পাশেই থাকা বিসিফে জমা রেখেছিলেন প্রায় ১৬ লাখ টাকা। তবে এনজিওটির মালিকরা টাকা নিয়ে পালিয়ে গেছেন। ঢাকা পোস্টকে তিনি বলেন, অনেক কষ্টে ব্যবসা বাড়ানোর জন্য এই টাকাগুলো জমিয়েছিলাম। আমাকে নিঃস্ব করে সব নিয়ে গেছে। চোখের পানি ফেলা ছাড়া কোন উপায় নেই।

গ্রাহক রজিবুল ইসলাম জানান, বিসিফ নামে কথিত এনিজও-তে প্রায় ৩ লাখ টাকা রেখেছিলাম। এখন আমি নিঃস্ব। বিসিফ নামে ওই এনজিওর মালিক ছিলেন চার জন। এর মধ্যে কামাল হোসেন নামে একজনের সঙ্গে আমার এখনও কথা হয়। তিনি নওগাঁ জেলার মহাদেবপুরে ইসলামী ব্যংকে চাকরি করেন। তিনি মাঝে মাঝে মোবাইলে আমার সঙ্গে কথা বললেও টাকা দিচ্ছে না। তিনি বলছেন, জহরুলের কথা। জহুরুলকে ফোন দিলে বলছে, কামালের কথা।

ভুক্তভোগী গৃহবধূ রুনা খাতুন বলেন, আমার দেবর, আমার ও আমাদের স্বজনদের মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকা ছিল এই এনজিওতে। কিন্তু তারা এখন পালিয়ে গেছে। আমারা টাকা কোথায় পাব? কার কাছে যাব, দিশেহারা হয়ে গেছি। এখন মালিকপক্ষ ও কর্মীরা আর কেউ ফোন ধরেনা। পুরো পরিবার পথে বসেছে।

ষাটোর্ধ মনিরুল ইসলাম বলেন, গত ১ বছর আগে আমার নাতনির বিয়ের জন্য ২০ হাজার টাকা রেখেছিলাম এই এনজিওতে। কিছুদিন দিন পরেই আমার নাতনির বিয়ে ঠিক হয়ে যায়। তাই এদের কাছে টাকা চাইতে এসেছিলাম। কিন্তু তারা টাকা দেইনি। অনেক কষ্টে ঋণ দিয়ে নাতনির বিয়ে দিলাম। শুধু আমি না এমন অনেক জন টাকা পাবে তাদের কাছে।

নাম প্রকাশ না করার শর্তে আরও কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আমাদের মত হাজারো মানুষ তাদের কাছে টাকা পাবে। কিন্তু তারা ইচ্ছে করে আমাদের টাকা হাতিয়ে নিয়ে বিভিন্নস্থাবে বাড়িসহ বিভিন্ন সম্পত্তি ক্রয় করছেন। এই এনজিওর মালিক পক্ষের একজন হচ্ছেন, শিবগঞ্জের বাবর আলী। তিনি শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এনজিওর টাকায় তৈরি করেছেন আদর্শ হাসপাতাল নামের একটি হাসপাতাল। এছাড়া কামাল হোসেন বর্তমানে নওগাঁ জেলার মহাদেবপুরে ইসলামী ব্যংকে কর্মরত রয়েছেন। যদিও তার দাবি তিনি চাকুরি ছেড়ে দিয়েছেন। তিনিও রাজশাহীতে বাড়ি কিনেছেন প্রায় চার কোটি টাকা দিয়ে।

গ্রাহকদের দাবি, জেলাজুড়ে বিসিফের ১৪টি শাখা ছিল। প্রত্যেক শাখা থেকেই কয়েক কোটি টাকা করে হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রথমবার পালিয়ে যাওয়ার পর অভিনব কৌশল অবলম্বন করে প্রতিষ্ঠানটি। বিসিফের জায়গায় তারা আদর্শ ফাউন্ডেশন নামের একটি নিবন্ধিত এনজিওর সাইনবোর্ড লাগায়।

জানা যায়, আদর্শ ফাউন্ডেশন নির্বাহী পরিচালক হলেন বিসিফের সাবেক নির্বাহী পরিচালক দাবিদার ও অন্যতম মালিক কামাল উদ্দিন। এমনকি তার প্রতিষ্ঠানের সাইনবোর্ড লাগানো নিয়ে তিনি বিসিফ কর্তৃপক্ষের নিকট উকিল নোটিশ পাঠান। এরপর সেই আদর্শ ফাউন্ডশনের সাইনবোর্ড কালি দিয়ে মুছে দিয়েছে।

এদিকে, চলতি বছরের ২৪ জানুয়ারী গ্রামের সহজ সরল সাধারণ মানুষকে অতিরিক্ত লাভ দেয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বাংলাদেশ আইডিয়াল সোসাইটি ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন-বিসিফ নামের ভূয়া এনজিওর প্রতারক চক্রের ০৬ সদস্যকে আটক করে র‍্যাব। ওইদিন রাত ৯টার দিকে নাচোল পৌরসভার ০৭ নম্বর ওয়ার্ডের মাষ্টার পাড়াস্থ সুফিয়ান বিদ্যা নিকেতন এ্যান্ড প্রাইভেট হোম সংলগ্ন বিসিফের অফিস রুম হতে তাদেরকে আটক করা হয়। এসময় ভূয়া পাশবই, সীল, বিভিন্ন ব্যাংকের ফাঁকা চেক জব্দ করে র‍্যাব।

আটককৃতরা হলেন- প্রতারক চক্রের অন্যতম মূলহোতা ও ভুয়া এনজিওর ম্যানেজার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলসী গ্রামের হাজী মো. জাকারিয়ার ছেলে মো. ইব্রাহিম (৩৭), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে শাখা ব্যবস্থাপক রায়হান উদ্দিন (৩০), নাচোল উপজেলার গাছপুকুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ক্যাশিয়ার আতিকুর রহমান (২৫), মুরাদপুর গ্রামের ইসরাইল হোসেনের ছেলে মাঠকর্মী ফরহাদ হোসেন (৩১), মাধবপুর গ্রামের আব্দুল হানিফের ছেলে মাঠকর্মী শাহ আলম (২৪), খেসবা গ্রামের মতিউর রহমানের ছেলে মাঠকর্মী রেজাউল করিম (২৪)।

র‍্যাবের এই আটকের ঘটনায় হওয়া মামলায় অন্যতম আসামী করা হয়ে সাবেক র্নিবাহী পরিচালক দাবিদার মো. কামাল উদ্দিনকেও। এবিষয়ে তিনি বলেন, আমি এমআরএ’র নিবন্ধিত আর্থিক প্রতিষ্ঠান আদর্শ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। কিন্তু বিসিফ থেকে অব্যাহতি নেয়ার পরেও আমার নাম ব্যবহার করে নানারকম হয়রানির করা হচ্ছে। গতবছরের ০২ এপ্রিল বিসিফ এর নির্বাহী পরিচালক পদ থেকে অব্যাহতি গ্রহণ করলেও এখনও বিসিফের বিভিন্ন কাজে আমার নাম জড়িয়ে হয়রানি ও অপদস্ত করছেন বিসিফের বর্তমান নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান ও আরেক কর্মকর্তা বাবর আলী।

তিনি আরও বলেন, বিসিফ নামের একটি প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছি। তবে ব্যক্তিগত কারন দেখিয়ে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাদের দায়িত্ব বুঝিয়ে অব্যাহতি নিয়েছি। আমার স্থলে দায়িত্বভার গ্রহণ করেন, নবনিযুক্ত নির্বাহী পরিচালক মো. জহুরুল ইসলাম। অব্যাহতিপত্র ও দায়িত্ব হস্তান্তর নথিতে সাক্ষর করেন, নবনিযুক্ত নির্বাহী পরিচালক মো. জহুরুল ইসলাম ও কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান।

এবিষয়ে কথা বলতে বাবর আলীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বিসিফের অন্যতম মালিক জহরুল ইসলাম জানান, এখনও প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব রয়েছেন কামাল উদ্দিন। সার্বিকভাবে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনিই এবিষয়ে ভালো বলতে পারবেন। এমনকি কামাল উদ্দিনের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির অর্থ আত্মসাতের অভিযোগ করেন তিনি।

র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, গ্রাহকদের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই বিসিফ নামের একটি অবৈধ এনজিওর ০৬ জনকে আটক করে র‍্যাব। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশ। তবে গ্রাহকরা সুনির্দিষ্ট অভিযোগ দিলে বাকি আসামীদেরকেও আটক করতে অভিযান পরিচালনা করা হবে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত জানান, গ্রাহকদের অর্থ আত্মসাতের বিষয়টি শুনেছি। তবে প্রতারণার শিকার গ্রাহকরা লিখিত অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার