Top
সর্বশেষ

আইরিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০ মার্চ, ২০২৩ ২:১৩ অপরাহ্ণ
আইরিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক :

প্রথম ম্যাচে রেকর্ড স্কোর গড়ে রেকর্ড ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। অন্যদিকে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইচ্ছা আয়ারল্যান্ডের।

এমন চিন্তা-ভাবনা যখন দুই দলের, তখন তাদের সামনে প্রধান প্রতিপক্ষ হিসেবে এসে দাঁড়িয়েছে বৈরি আবহাওয়া। বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই শুরু হচ্ছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।

প্রথম ম্যাচেও টস জিতেছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। দ্বিতীয় ম্যাচে এসেও টস জিতলেন তিনি এবং প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানালেন আয়ারল্যান্ড অধিনায়ক। নিজেরা বেছে নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করেছিলো ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান। যা নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের স্কোর। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড অলআউট হয়ে যায় ১৫৫ রানে। যার ফলে ১৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় তামিম ইকবালের দল। যা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।

এবারও একইভাবে বড় স্কোর গড়ার সুযোগ পেয়েছে টাইগাররা। কী করবে তারা? এবারও কী বড় স্কোর গড়ে আইরিশদের বিশাল চ্যালেঞ্জ জানাতে পারবে?

সিরিজ নিশ্চিত করার এই ম্যাচে এক পরিবর্তন বাংলাদেশ দলে। পেসার মোস্তাফিজের পরিবর্তে একাদশে ফেরানো হয়েছে হাসান মাহমুদকে। মোস্তাফিজকে বিশ্রাম দেয়া হয়েছে। অন্যদিকে গ্যারেথ ডিলানিকে বসিয়ে রেখে ম্যাথিউ হাম্প্রিসকে অভিষেক করাচ্ছে আয়ারল্যান্ড।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, ইযাসির আলী রাব্বি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং, স্টিফেন দোহেনি, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেকটর, লরকান টাকার (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পার, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডেয়ার, ম্যাথিউ হাম্প্রিস, গ্রাহাম হিউম।

বিপি/এএস

শেয়ার