গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে এ পৌরসভার ৮টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা দলীয় মনোনয়ন পেয়ে বিনাপ্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় কুমার মজুমদার বিনাপ্রতিদ্বন্ধিতায় পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৫জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।
এদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, ১নং ওয়ার্ডে মিজানুর রহমান, ২নং ওয়ার্ডে হুমায়ুন কবির, ৩নং ওয়ার্ডে আজগর আলী, ৪ নং ওয়ার্ডে রকিবুল হাসান, ৫নং ওয়ার্ডে আশরাফ উজ্জামান ঝন্টু, ৭নং ওয়ার্ডে মোঃ জয়নাল মিয়া, ৮নং ওয়ার্ডে ফিরোজ শেখ, ৯নং ওয়ার্ডে মোঃ কামাল দাড়িয়া নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সংরক্ষিত ১নং ওয়ার্ডে মহসিনা বেগম, ২নং ওয়ার্ডে রোকেয়া বেগম, ৩নং ওয়ার্ডে মারুফা বেগম নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা নির্বাচিত কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছিলেন। তাই আমি এই পৌরসভা নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধিতায় মেয়র নির্বাচিত হয়েছি। আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পৌরবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আগামীতে আমি নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে দুর্নীতিমুক্ত একটি আধুনিক স্মার্ট পৌরসভা গঠন করবো।
রিটাংনিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার ফয়জুল মোল্লা বলেন, কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ইভিএমের মাধ্যমে এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।