Top

পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে ‘নতুন খাত’

২১ মার্চ, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ
পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে ‘নতুন খাত’
নিজস্ব প্রতিবেদক :

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি কৃষি খাতের জন্য ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এতে নতুন করে যুক্ত হয়েছে ‘গরু মোটাতাজাকরণ।’ অর্থাৎ এই তহবিল থেকে এখন গরু মোটাতাজাকরণের জন্য ঋণ দেওয়া যাবে।

মঙ্গলবার (২১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীর কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কৃষি খাতের জন্য গঠিত পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাকি খাতসমূহের সাথে ‘গরু মোটাতাজাকরণ’ খাত অন্তর্ভুক্ত করা হলো।

বিজ্ঞপ্তিতে আলোচ্য তহবিলের আওতায় ঋণ বিতরণের পুঞ্জীভূত মাসিক বিবরণী (সংযুক্ত ছক মোতাবেক) পরবর্তী মাসের ০৭ কর্মদিবসের মধ্যে পাঠানোর জন্য নির্দেশ প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বর্ণিত নির্দেশনাবলী ছাড়া আগের সার্কুলারে পাঠানো বাকি নির্দেশনা অপরিবর্তিত থাকবে। পাশাপাশি নতুন খাতের সংযোজন শিগগিরই কার্যকর হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা প্রদান করা হয়।

বিপি/আজাদ

শেয়ার