Top
সর্বশেষ

করোনায় ডিবিএ পরিচালক রেদওয়ানুল ইসলামের মৃত্যু

০২ আগস্ট, ২০২০ ১২:৪২ অপরাহ্ণ
করোনায় ডিবিএ পরিচালক রেদওয়ানুল ইসলামের মৃত্যু

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) পরিচালক এবং রাস্তি সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক # ২১৭) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেদওয়ানুল ইসলাম আর নেই। শনিবার (১ আগস্ট) রাত ৯টা ৪৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।

ডিবিএ’র সেক্রেটারি দিদারুল গনি অর্থসূচককে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সৈয়দ রেদওয়ানুল ইসলাম নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে করোনাভাইরাসেই তার মৃত্যু হয়েছে, নাকি করোনা পরবর্তী জটিলতায় তিনি মারা গেছেন তা সম্পূর্ণ নিশ্চিত হওয়া যায়নি।করোনা অথবা করোনা পরবর্তী জটিলতায় সৈয়দ রেদওয়ানুল ইসলামের মৃত্যুই স্টক ব্রোকারদের মধ্যে প্রথম।

তার মৃত্যুতে ডিবিএ গভীর শোক প্রকাশ করেছে। তার আত্মার মাগফেরাত কামনার জন্য সবার কাছে দোয়া চেয়েছে।

শেয়ার