Top

বিএনপি থেকে শওকত মাহমুদকে বহিষ্কার

২১ মার্চ, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ
বিএনপি থেকে শওকত মাহমুদকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। আজ মঙ্গলবার (২১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর সই করা বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শওকত মাহমুদকে বহিষ্কার করা হয়েছে।

দল থেকে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে শওকত মাহমুদ বলেন, ‘এ বিষয়ে আমি বিস্তারিত কিছুই জানি না। আমি কোনো চিঠি পাইনি। তবে, চিঠি দেখেছি, এটা খুবই দুঃখজনক।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন আমি কিছুই বলব না।’

বিপি/এএস

শেয়ার