Top
সর্বশেষ

শরিয়াহভিত্তিক ব্যাংকে মধ্যবিত্তদের আমানত সবচেয়ে বেশি

২৩ মার্চ, ২০২৩ ১২:৪৮ অপরাহ্ণ
শরিয়াহভিত্তিক ব্যাংকে মধ্যবিত্তদের আমানত সবচেয়ে বেশি
ইকবাল আজাদ :

প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে ইসলামি ধারার ব্যাংকগুলোতে গড়ে সবচেয়ে বেশি লেনদেন হয়ে থাকে। ধর্মীয় কারণ কিংবা সুযোগ-সুবিধার আধিক্যতার জন্য লেনদেনের শীর্ষে থাকে এই ব্যাংকগুলো। পাশাপাশি ঝুঁকিমুক্ত আমানত এবং সহজলভ্য সেবার জন্য ইসলামি ধারার ব্যাংকগুলো মানুষের আস্থায় পরিণত হয়েছে। ফলে পুরোপুরি ইসলামি ধারার ব্যাংকগুলোতে সবচেয়ে বেশি আমানত রাখে দেশের মানুষ। যদিও শরিয়াহভিত্তিক এসব ব্যাংকে সবচেয়ে বেশি আমানতের হার ৫ লাখ থেকে ১০ লাখ টাকা। অর্থাৎ ইসলামি ব্যাংকগুলোর এই খাতে ৫ থেকে ১০ লাখ টাকা জমা করা আমানতকারীর সংখ্যা সবচেয়ে বেশি।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে দেখা যায়, শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে মধ্যম আয়ের আমানতকারীর সংখ্যা সবচেয়ে বেশি। নিত্যদিনের যাবতীয় খরচ মেটানোর পর চলতি হিসাব কিংবা সঞ্চয়ী হিসাবের মাধ্যমে উদ্বৃত্ত যতটুকু অংশ তারা ব্যাংক হিসাবে জমা রাখেন, তা ব্যাংকের আমানত খাতকে নেতৃত্ব দিচ্ছে। পরিসংখ্যান বলছে, ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর আমানতখাতে সবচেয়ে বেশি অবদান রেখেছে ৫ লাখ থেকে ১০ লাখ টাকা জমাকারী। যা ইসলামি ধারার ব্যাংকগুলোর মোট আমানতের ১৩ দশমিক ৭২ শতাংশ। হিসাব অনুযায়ী, ৫ থেকে ১০ লাখ টাকা আকারের মোট ডিপোজিট হিসাবের সংখ্যা ৬ লাখ ৮৭ হাজার ৩৯৮টি। গত বছরের শেষ তারিখ পর্যন্ত এসব হিসাবের বিপরীতে মোট আমানত জমা হয়েছে ৪৮ হাজার ৭৯০ কোটি টাকা।

টাকার অঙ্কে এই খাতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান ১০ লাখ থেকে ২৫ লাখ টাকা আমানতকারী হিসাব বা প্রতিষ্ঠানের। তথ্য অনুযায়ী, ইসলামি ব্যাংকগুলোতে ১০ থেকে ২৫ লাখ টাকা আমানত রাখা হিসাবের সংখ্যা প্রায় আড়াই লাখের মতো। গত বছরের ডিসেম্বর শেষে এই আকারের আমানত থেকে ব্যাংকে মোট জমা হয়েছে ৪১ হাজার ১৭৬ কোটি টাকা। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে যা মোট আমানতের ১১ দশমিক ৫৮ শতাংশ। একই সাথে ব্যাংকের তারল্য ধরে রাখতে ৫০ কোটি টাকার উপরে জমা রাখছেন ২৭৬টি গ্রাহক বা প্রতিষ্ঠান। যা মোট আমানতের প্রায় ৮ শতাংশ।

যদিও গত কয়েকমাসে মধ্যবিত্ত মানুষের আমানতের হার শীর্ষে উঠে আসলেও ইসলামি ব্যাংকিং খাতে সামগ্রিক আমানত কিছুটা কমেছে। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শরিয়াহভিত্তিক ১০ ব্যাংকের আমানত কমেছে ১১ হাজার ৪২৬ কোটি টাকা। যা সেপ্টেম্বরে ছিলো ৪ লাখ ২১ হাজার ৩৭৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে আমানত থেকে ১১ হাজার ৪২৬ কোটি টাকা বা ২ দশমিক ৭১ শতাংশ কমেছে। শেষ ৮ বছরের মধ্যে আমানতের ধারায় এই প্রথম ভাটার টান দেখলো শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো।

বিশ্লেষকরা বলছেন, ঋণ বিতরণে ইসলামি ব্যাংকের অনিয়মের খবর প্রচারিত হওয়ায় মানুষ আতঙ্কিত হয়ে আমানত কমিয়েছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান গুজব রটিয়ে পড়ায় অনেকে আতঙ্কিত হয়ে তুলে নিয়েছেন ব্যাংক থেকে জমাকৃত টাকা। আবার দেশে হুট করে দেখা দেওয়া উচ্চ মূল্যস্ফীতিতে কমেছে আমানতের পরিমাণ। মানুষের যাবতীয় খরচ মেটাতে অনেকে বাধ্য হয়ে আমানত ভেঙে খাচ্ছেন। এতে ৫ থেকে ১০ লাখ টাকার আমানত শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তাছাড়া দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখা দেওয়ায় অনেকের নিত্যকার খরচ মেটানোর পর সঞ্চয় করার মতো টাকা থাকছেনা, ফলে সম্ভাব্য আমানতটা এখন আর পাচ্ছে না ব্যাংকগুলো।

এদিকে আমানত কমে যাওয়ায় লেনদেনে শীর্ষে থাকা ব্যাংকগুলোতেও দেখা দিয়েছে তারল্য সংকট। এতে বাধ্য হয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ‘লেন্ডার অব দ্য লাস্ট রিসোর্ট’ বিরল সুবিধার আওতায় ৮ দশমিক ৭৫ শতাংশ সুদে ঋণ নিয়ে চালাতে হচ্ছে লেনদেন কার্যক্রম। ২৯ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধার আওতায় ইসলামী ব্যাংক ঋণ নিয়েছিল ৮ হাজার কোটি টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক সম্মিলিভাবে নিয়েছিল ৬ হাজার ৭৯০ কোটি টাকা।

গত কয়েক বছর ধরে ব্যাংকের ডিপোজিট, ব্যাংকের বিনিয়োগ, রপ্তানি, রেমিট্যান্স, পরিচালন লাভ, খেলাপি ঋণসহ সব সূচকে শীর্ষস্থানে ছিলো ইসলামী ব্যাংক। তবে ঋণ কেলেঙ্কারির অভিযোগ সামনে আসায় লেনদেনের শীর্ষে থাকা এই ব্যাংকটিকে এবার কিছুটা চ্যালেঞ্জ মোকাবেলায় পড়তে হচ্ছে।

বিপি/এএস

শেয়ার