গোপালগঞ্জে ভিন্ন বাজারে যথারীতি বেগুন, শশা ও লেবু এবং ব্রয়লার মুরগী’র দাম লাগামহীন। গোপালগঞ্জের কাশিয়ানীতে রোজার প্রথম দিনে লাগামহীন কাঁচাবাজার গুলো। একেক বাজারে একেক দামে বিক্রি হয়েছে সবজিও । বেগুনের দাম ছুঁয়েছে একশ’ টাকার ওপরে।
কোন কোন বাজারে শশা বিক্রি হয়েছে ১৮০ টাকা কেজিতে। লেবুর হালি একশ থেকে একশ বিশ টাকা। এলাকায় বাসী ও ক্রেতারা বলছে, নজরদারি না থাকায় ইচ্ছেমতো দামে বিক্রি হচ্ছে সবজি।
প্রথম রোজা আবার সাপ্তাহিক ছুটির দিন। ক্রেতা’র সমাগমে ভরপুর গোপালগঞ্জের ভিন্ন কাঁচাবাজারগুলো। পোয়াবারো খুচরা ব্যবসায়ীদের। তবে মাথায় হাত সাধারণ ক্রেতাদের, কারণ দাম চড়ছেই।
শুক্রবার (২৪ মার্চ) রমজানের প্রথম দিনেই বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ ক্রেতাদের। রোজায় কিছু পণ্যের চাহিদা বাড়তি থাকায় খরচ বাড়ে। সেই সঙ্গে অস্বাভাবিক বৃদ্ধি। এই জাঁতায় পড়ে চ্যাপ্টা সাধারণ ক্রেতা।
বৃহস্পতিবারের চেয়ে বাজারে ক্রেতা সমাগম যতটা বেড়েছে ঠিক ততটাই যেন বাড়ানো হয়েছে পণ্যের দাম।
ভাটিয়াপাড়া বাজারে দেখা গেলো ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শশা।
একই রকম অবস্থা লেবুর দোকানে। ৬০ টাকার নিচে মিলছে না ইফতারের শরবতে অন্যতম অনুষঙ্গ লেবুর হালি। তবে বেশিরভাগ বাজারেই লেবুর হালি ৭০ টাকার উপরে।
ইফতারের বেগুনির বেগুনের গায়ে যেন আগুন লেগেছে। একটু ভালো মানের বেগুন কিনতে হলে ভোক্তাদের গুনতে হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত।
আবার কাশিয়ানী কাঁচাবাজারের কাঁচামরিচ ১৪০ টাকা, চিচিঙ্গা ৯০ টাকা, শিম কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকা এবং টমেটো ৪৫ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
আর গোল বেগুন ৭০ থেকে ৮০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, শসা ৭০ টাকা, কচুর লতি ১২০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, পটল ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
আকার ভেদে প্রতিটি লাউ-চালকুমড়া ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা কলা ৪০ টাকা এবং ছোট লেবুর হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে সবজি খুব চড়া দামে বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগি ২৪৫-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দামও কিছুটা কমেছে। প্রতি কেজি ৩৫০-৩৬০ টাকা। গত বৃহস্পতিবার এই বাজারে ব্রয়লার মুরগি ২৬০-২৭০ টাকায় বিক্রি হয়েছে। আর সোনালি মুরগির দাম ছিল ৩৬০-৩৮০ টাকা।
সাধারণ ভোক্তাদের দাবি, সরকারের তরফ থেকে বারবার ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও বাজারে কোনো তার কোন লক্ষণ দেখা যায় না। প্রভাব তো দূরের কথা।