Top
সর্বশেষ

শরণার্থীদের জন্য সীমান্ত বন্ধ করছে যুক্তরাষ্ট্র ও কানাডা

২৫ মার্চ, ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ
শরণার্থীদের জন্য সীমান্ত বন্ধ করছে যুক্তরাষ্ট্র ও কানাডা
আন্তর্জাতিক ডেস্ক :

অভিবাসনপ্রত্যাশী শরণার্থীদের জন্য সীমান্তে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডা সফরে গিয়ে শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। খবর আবর নিউজের।

এর আগে দেশ দুটির সীমান্ত দিয়ে শরণার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য একটি চুক্তি ছিল।

ওই চুক্তির ফলে আশ্রয় প্রার্থী শরণার্থীরা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য থেকে কানাডার কুইবেক প্রদেশের মধ্যকার সংযোগ সড়ক দিয়ে বিনা বাধায় চলাচল করতে পারতো।

২০১৭ সাল থেকে এ সীমান্ত পথে রেকর্ড সংখ্যক শরণার্থী কানাডায় প্রবেশ করেছে বলে জানায় দেশটির পুলিশ বিভাগ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুদিনের রাষ্ট্রীয় সফরে স্ত্রী জিল বাইডেনকে সঙ্গে নিয়ে কানাডা যান জো বাইডেন। সফরকালে সীমান্ত নিরাপত্তাসহ নানা ইস্যুতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলোচনা হয় জো বাইডেনের।

বিপি/এএস

শেয়ার