Top

শরীয়তপুরে অগ্নিকান্ডে ভাই বোনের মৃত্যু

০৪ এপ্রিল, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ
শরীয়তপুরে অগ্নিকান্ডে ভাই বোনের মৃত্যু
শরীয়তপুর প্রতিনিধি :

সোমবার রাত ১০ টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার সখিপুর ইউনিয়নের আশ্রাফ আলী বেপারী’র গ্রামের বাসিন্দা মনসুর ঢালীর বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ এর ধারনা মতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটতে পারে। এতে দগ্ধ দুই জনের মৃত্যু হয়েছে।

এবিষয়ে বসতঘর পুড়ে যাওয়া মনসুর ঢালীর বড় ভাই, জানান একটি টিনশেডের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১০টার দিকে স্থানীয় লোক জন এসে আগুন নিয়ন্ত্রণে আনে,এর মধ্যে ওই ঘরে থাকা আমার দুই ভাতিজি ও এক ভাতিজা আগুনে দগ্ধ হয়, তাদেরকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্ব থাকা চিকিৎসক , তাদেকে দ্রুত ঢাকায় প্রেরণ করে। ঢাকা নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়। নিহতরা হলেন মীম আক্তার (১৪) ও আরাফাত (১০) এবং ঢাকার একটি হাসপাতালে দগ্ধ অবস্থায় রয়েছে একজন।

ভেদরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে এবং ধারনা করা হচ্ছে বিদ্যুৎতিক শর্ট থেকে এঘটনা কটতে পারে।

এবিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন ‘তিন জন ছাড়া আর কোনো আহতের খবর আমরা পাইনি। এর মধ্যে ঢাকা নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হবে।

শেয়ার