Top
সর্বশেষ

কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিম কর্মশালা

০৬ এপ্রিল, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ
কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিম কর্মশালা
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের উদ্যোগে এবং চট্টগ্রাম অফিসের সহযোগিতায় দুই দিনব্যাপী ক্রেডিট গ্যারান্টি স্কিম বিষয়ক ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ ও ৩০ মার্চ চট্টগ্রামের স্থানীয় এক হোটেলে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে আর্থিক সহায়তায় ছিলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চট্টগ্রাম বিভাগের নির্বাচিত তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ৩০০ প্রতিনিধি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তাছাড়া প্রশিক্ষণে সিএমএসএমই ঋণের বিপরীতে ২ হাজার কোটি টাকা ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় গ্যারান্টি সুবিধা প্রদানের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়।

অনুষ্ঠানের উভয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক এ, বি, এম, জহুরুল হুদা। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের পরিচালক মনোজ কুমার হাওলাদার, চট্টগ্রাম অফিসের পরিচালক (সুপারভিশন) মোহাম্মদ সেলিম ও প্রশাসন বিভাগের পরিচালক মোহাং নুরুল আলম উপস্থিত ছিলেন।

বিপি/আজাদ

শেয়ার