Top
সর্বশেষ

ডিজিটাল লেবেলিং আইন সংশোধন চায় বিজিএমইএ

০৬ এপ্রিল, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ
ডিজিটাল লেবেলিং আইন সংশোধন চায় বিজিএমইএ
নিজস্ব প্রতিবেদক :

বিশ্বের বিভিন্ন দেশের সরকারকে দেশীয় ফ্যাশন লেবেলিংয়ের পূর্বশর্তগুলোর আধুনিকীকরণ এবং আরও টেকসই ডিজিটাল লেবেল ব্যবহারের আহ্বান জানিয়ে একটি বৈশ্বিক জোটে যোগ দিয়েছে বিজিএমইএ। সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি স্বাক্ষর করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

চিঠিতে দেশগুলোকে সম্পূর্নভাবে ডিজিটাল লেবেলিং গ্রহণের অনুমোদন দেয়ার জন্য জাতীয় প্রবিধানগুলো সংশোধন করার বিষয়ে আহবান জানানো হয়েছে। এই চিঠি স্বাক্ষর করার মধ্য দিয়ে বিজিএমইএ তার টেকসই রূপকল্প ২০৩০ এর সাথে নিজেকে একীভূত করলো। প্রসঙ্গত উল্লেখ্য যে, বিজিএমইএ- এর টেকসই রূপকল্প ২০৩০ এর অন্যতম লক্ষ্য হচ্ছে, বৈশ্বিক ফ্যাশন সাপ্লাই চেইনে সাসটেইনেবিলিটি, সারর্কুলারিটি এবং স্বচ্ছতার প্রসার ঘটানো।

ডিজিটাল লেবেলিং গ্রহণের বহুমুখী যৌক্তিকতা রয়েছে। প্রথমত, ডিজিটাল লেবেলিং উল্লেখযোগ্যভাবে লেবেলিং বর্জ্য হ্রাস এবং কার্বন নির্গমন প্রচেষ্টায় সহায়তা করবে। এটি অনুমান করা হয় যে, বিশ্ব জুড়ে লেবেলিং বর্জ্য থেকে প্রায় ৩৪৩,০০০ মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, যা কিনা সাপ্লাইচেইন থেকেই নির্মূল করা যেতে পারে। লক্ষ্যনীয় বিষয় হলো, বৈশ্বিক ফ্যাশন শিল্পের চাহিদা অনুসারে প্রতিবছর ৯.১৭ মিলিয়ন কিলোমিটার লেবেল টেপ উৎপাদিত হয়, যা দিয়ে ১২ বার পৃথিবী আর চাঁদকে সংযুক্ত করা যাবে।

একটি সম্পূর্ন ডিজিটাল লেবেলিং সল্যুশন, উৎপাদন ব্যয় হ্রাস করে ফ্যাশনকে আরও প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী করে তোলে। পাশাপাশি লিড টাইমও কমাবে এবং ক্রেতাদেরকে তারা যে পণ্যগুলো ক্রয় করছেন, সেগুলোর বিস্তারিত তথ্য পেতে সহায়তা করবে। এভাবে পণ্যের স্বচ্ছতা ও ট্রেসেবিলিটিও নিশ্চিত করবে।

চক্রাকার অর্থনীতিতে পণ্যের সাথে তথ্য রাখা হলে পণ্যের স্থায়ীত্ব বাড়বে। ফলস্বরূপ পণ্যের পুনঃবিক্রয়, আপসাইক্লিং অথবা রিসাইক্লিং করার সুযোগ তৈরি হবে।

সর্বোপরি, ডিজিটাল লেবেলিং কাউন্টারফিট পণ্যের উৎপাদন নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করবে, যেহেতু আশা করা হচ্ছে যে ডিজিটাল লেবেলিংয়ের আওতায় সম্পূর্ন প্রস্তুতকৃত (ফিনিশড) পণ্যের সবগুলো ইনপুটই আসবে এবং সাপ্লাই চেইনে সকল পক্ষই সনাক্তযোগ্য থাকবে। এভাবে ডিজিটাল লেবেলিং শিল্পকে উত্তমভাবে মেধাস্বত্ত অধিকার (আইপিআর) সুরক্ষিত রাখতে সহায়তা করবে। বিজিএমইএ বিশ্বাস করে, এ ধরনের উদ্যোগ বৈশ্বিক ফ্যাশন সাপ্লাই চেইনে বেটার গভর্ন্যান্স নিশ্চিত করবে।

শেয়ার