রাশিয়া-ইউক্রেন সংঘাতে তৈরি বিশ্ব অর্থমন্দার মাঝে আলো দেখাচ্ছে দেশের রপ্তানিখাত। আগের বছরের তুলনায় শেষ কয়েকমাসে দেশের রপ্তানি আয় টানা বৃদ্ধি পেয়েছে। ফলে রিজার্ভ সংকটের মাঝে কিছুটা স্বস্তির আশা হয়ে উঠছে বৈদেশিক মুদ্রা উপার্জন। রপ্তানি খাতে নেতৃত্ব দেওয়া দেশের তৈরি পোশাক পণ্যের পাশাপাশি অন্যান্য পণ্যেও বেড়েছে রপ্তানি আয়। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) আগের অর্থবছরের তুলনায় প্লাস্টিক খাতে রপ্তানি বেড়েছে ৩৪ দশমিক ০৭ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তৈরি চলতি অর্থবছরের প্রথম নয় মাসের রপ্তানি আয় বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
ইপিবি তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ১৫ কোটি ৪৭ লাখ ডলারের প্লাস্টিক পণ্য রফতানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১১ কোটি ৫৪ লাখ ডলার। সে হিসেবে রফতানি বেড়েছে ৩৪ দশমিক ০৭ শতাংশ। এছাড়া লক্ষ্যমাত্রার বিপরীতে রফতানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ১৫ শতাংশে। কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় বাড়তি দামেই আন্তর্জাতিক বাজারে এসব পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। মূলত এ কারণেই রফতানিতে এমন প্রবৃদ্ধি এসেছে।
ইপিবির তথ্য অনুযায়ি জুলাই-মার্চ পর্যন্ত পিভিসি ব্যাগ রফতানি হয়েছে ২ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ডলারের। গত অর্থবছরের একই সময় যা ছিল ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ডলার। সে হিসেবে পণ্যটির রফতানি ৩৭ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।
অন্যদিকে নয় মাসে প্লাস্টিক বর্জ্য রফতানি হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ডলারের। গত অর্থবছরের একই সময় যা ছিল ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ডলার। অর্থাৎ এক্ষেত্রে রফতানি ১৩ দশমিক ১৭ শতাংশ কমে গেছে। এর বাইরে অন্যান্য প্লাস্টিক পণ্যের রফতানি ৪৩ দশমিক শূন্য ২ শতাংশ বেড়েছে। নয় মাসে এসব পণ্য রফতানি করা হয়েছে ১১ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ডলারের। গত অর্থবছরের একই সময় যা ছিল ৮ কোটি ৮ লাখ ডলার। প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ফেব্রুয়ারির তুলনায় মার্চে রফতানি প্রবৃদ্ধি ছিল কিছুটা কম।
এ বিষয়ে বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদ গণমাধ্যমকে বলেন,
‘কাঁচামালের দাম বাড়ার কারণে উৎপাদিত পণ্যের দামও বেড়েছে। ফলে টাকার অংকটাও বেড়ে গেছে। এ বছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল ২০ কোটি ডলারের প্লাস্টিক পণ্য রফতানির। তবে এখন মনে হচ্ছে এটি ২২ কোটি ডলার ছাড়াবে। আমরা ২০৩০ সাল নাগাদ ৫ বিলিয়ন ডলারের পণ্য রফতানির আশা করছি।’
বিপি/আজাদ