ফরিদপুরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর ফরিদপুরে আগমন উপলক্ষে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, রাষ্ট্রের যে তিনটি অঙ্গ রয়েছে তা হচ্ছে বিচার বিভাগ, শাসন বিভাগ ও আইন বিভাগ। এ তিনটির কোন একটি অঙ্গ যদি দুর্বল হয় তাহলে সে রাষ্ট্র ক্ষতিগ্রস্থ হয়, আইনের শাসন ক্ষতিগ্রস্থ হয়, জনগন ক্ষতিগ্রস্থ হয়। সকলে মিলে বিচার বিভাগকে আরো গতিশীল করতে হবে। বিচারক ও আইনজীবীদের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। বিচার ব্যবস্থায় বিচারক যদি ডান হাত হয় তাহলে আইনজীবীরা হবে বাম হাত।
তিনি আরো বলেন, ফরিদপুর আদালতে গত বছর যে পরিমান মামলা ফাইল হয়েছে তার চেয়ে বেশী নিষ্পত্তি হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার বেলা সাড়ে ১২টায় ফরিদপুর জেলা আইনজীবি সমিতিতে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি এসব কথা বলেন।
জেলা আইনজীবি সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান ও সাধারন সম্পাদক জাহিদ বেপারী এসময় বক্তব্য রাখেন। এরআগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ফরিদপুর আদালত প্রাঙ্গনে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এসময় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোঃ শাহজাহানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।