Top
সর্বশেষ

সূচকের ব্যাপক উত্থানে বেড়েছে লেনদেন

১৫ ফেব্রুয়ারি, ২০২১ ৩:৪২ অপরাহ্ণ
সূচকের ব্যাপক উত্থানে বেড়েছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সাথে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬০পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৪৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৬ টির, দর কমেছে ৩৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯১ টির।

ডিএসই ১ হাজার ৮২ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৮০ কোটি ৬১ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৮০১ কোটি ৪৩ লাখ টাকার।

অপরদিকে,চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯৭.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৪.২৩ পয়েন্টে। সিএসইতে ২২৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৩টির দর বেড়েছে, কমেছে ৪৫টির আর ৪০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার