Top
সর্বশেষ

ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৪

১০ এপ্রিল, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ
ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক :

ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসে অন্তত চারজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

আল্পসের দক্ষিণ-পশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের কাছে একটি হিমবাহে রোববার স্থানীয় সময় মধ্যদুপুরে এই তুষারধস হয়।

যারা নিহত হয়েছেন তারা একটি পর্বতারোহী দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের।

তিন হাজার ৫০০ মিটার উচ্চতায় বিশাল এলাকাজুড়ে এই তুষারধস হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, কী কারণে এই ধস হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। আরও কেউ হতাহত হয়েছে কিনা তা খুঁজে বের করতে উদ্ধারকারী দল সন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বিপি/এএস

শেয়ার