Top
সর্বশেষ

ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মাদকসহ গ্রেপ্তার

১০ এপ্রিল, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ
ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মাদকসহ গ্রেপ্তার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্প্রতি ডয়চে ভেলেতে র্যাবকে নিয়ে নির্মিত তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়ে আলোচনায় এসেছিলেন নাফিজ আলম। তিনি কয়েকটি মামলার আসামি।

২০১৭ সালে উত্তরায় কিশোর আদনান কবির হত্যা মামলার আসামি ছিলেন নাফিজ।

গতকাল সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে আজ সোমবার সকালে গণমাধ্যমকে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ আরও জানান, ‘গ্রেপ্তারের সময় নাফিজের বাসা থেকে বিদেশি মদের পূর্ণ, অর্ধেক ও খালি বোতল এবং পুলিশের স্টিকারযুক্ত একটি মোটরবাইক জব্দ করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।’

এ ঘটনায় আজ ভাটারা থানায় পুলিশ নাফিজের বিরুদ্ধে একটি মাদকের মামলা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি এবিএম আসাদুজ্জামান।

এর আগে ২০২১ সালের নভেম্বরে র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছিলেন নাফিজ। সেই সময় নাফিজের বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানিয়েছিল র‌্যাব। তখন তার বিরুদ্ধে ৩টি মামলা করা হয়েছিল। তার মধ্যে একটি মাদক, অপরটি পর্নোগ্রাফি আইনে এবং আরেকটি বিটিআরসির অধীনে।

শেয়ার