Top
সর্বশেষ

পাকিস্তানি অভিনেত্রীর স্বামী চটেছেন মুসলিম লীগের ওপর!

১০ এপ্রিল, ২০২৩ ৪:১৫ অপরাহ্ণ
পাকিস্তানি অভিনেত্রীর স্বামী চটেছেন মুসলিম লীগের ওপর!

মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) দলীয় টুইটার পেজে শিশুসন্তানসহ পাকিস্তানের অভিনেত্রী আরমিনা খানের ছবি পোস্ট করায় বেজায় চটেছেন তার স্বামী ফয়সাল রেজা খান।

তিনি তার স্ত্রী ও সন্তানের ছবি দলীয় পেজ থেকে দ্রুত মুছে ক্ষমা চাইতে বলেছেন। তার এ দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন পাকিস্তানি অভিনেতা ওসমান খালিদ বাটসহ অন্য শিল্পীরাও। খবর জিও নিউজের।

আরমিনা খানের স্বামীর দাবি, এতে তারা ট্রলের শিকার হচ্ছেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।

এর আগে পিএমএল-এনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের একটি ভিডিও ভাইরাল হয়, যাতে তার দল বিব্রতকর অবস্থায় পড়ে।

পিটিআইয়ের এক কর্মী ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর রাতারাতি ভাইরাল হয়ে যায়।

এতে দেখা যায়, এক নারী মরিয়ম নওয়াজের সঙ্গে সেলফি তোলার কথা বলে মরিয়মকে বলেন, বলুন আমার পরিবারের সদস্যরা সবাই চোর। এতে বেশ অপ্রস্তুত হয়ে যান মরিয়ম। পরে এই ভিডিও পোস্ট করে দিলে মরিয়মসহ তার দল বেশ বিপাকে পড়ে যায়।

শেয়ার