দেশের সকল শ্রেণির মানুষকে আর্থিক সেবার নিচে আনতে ভিন্নরকম উদ্যোগ নিয়েছিলো বাংলাদেশ ব্যাংক। উদ্দেশ্য ছিল সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণির মানুষের জন্য আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা। প্রায় এক যুগ আগে নেওয়া এই উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের ব্যাংকে বিশেষ হিসাব প্রতিনিয়ত বাড়ছে। তবে শেষ দুই মাসে কমেছে আমানতের পরিমাণ। চলতি ২০২৩ সালের প্রথম দুই মাসে (জানুয়ারি ও ফেব্রুয়ারি) মাসে আমানত কমেছে ২৪৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী এ তথ্য জানা গেছে।
এতে জানা যায়, ২০২২ সালের ডিসেম্বর মাস শেষে বিশেষায়িত ব্যাংক হিসাবে আমানত ছিলো ৫ হাজার ৫৩ কোটি ৯০ লাখ টাকা। কিন্তু চলতি ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস শেষে যা ৪ হাজার ৮০৭ কোটি ৮০ লাখ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ গত দুই মাসের ব্যবধানে বিশেষায়িত ব্যাংক হিসাবে আমানত কমেছে ২৪৬ কোটি ১০ লাখ টাকা। এর মধ্যে শহুরে অঞ্চলের হিসাবে আমানত কমেছে ১১৩ কোটি টাকা। তাছাড়া গ্রামীণ অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিশেষায়িত হিসাবে ১১৩ কোটি আমানত কমেছে।
তবে লেনদেন কমলেও একই সময়ে ব্যাংক একাউন্টের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। ফেব্রুয়ারি মাস শেষে ব্যাংকের বিশেষ একাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৪ লাখ। যেখান দুই মাস আগে এই খাতে ২ কোটি ৬২ লাখ হিসাব সংখ্যা ছিলো। তথ্য অনুযায়ী, দুই মাসের ব্যবধানে ব্যাংকের স্পেশাল একাউন্ট বেড়েছে ১ লাখ ৮০ হাজার। এর মধ্যে গ্রামীণ অঞ্চলে ১ লাখ ৩৬ হাজার এবং শহুরে অঞ্চলে ৪৪ হাজার হিসাব সংখ্যা বেড়েছে।
সংশ্লিষ্টদের মতে, গত কয়েক মাস ধরে চলা উচ্চ মূল্যস্ফীতির চাপে ব্যাংক থেকে গ্রাহকদের আমানত কমেছে। তাছাড়া ব্যাংকিং খাত নিয়ে নেতিবাচক খবর ছড়িয়ে পড়ায় আমানতে ভাটা দেখা দিয়েছে। এদিকে কৃষিক্ষেত্রের ভরা মৌসুম চলায় নিম্ন আয়ের মানুষেরা আমানত তুলে কৃষিতে বিনিয়োগ করেছে বলে আমানত সামান্য কমেছে বলে মত বিশ্লেষকদের।
তথ্য বলছে, গত দুই মাসে কৃষকদের জন্য তৈরি করা ‘ফার্মার্স ১০ টাকা’ খাতে একাউন্ট বেড়েছে ২৩ হাজার ৩৮৬টি। তাছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগী খাতে ১ লাখ ৭ হাজার এবং অতিদরিদ্র উপকারভোগী খাতে ১ লাখ ৮০ হাজার একাউন্ট সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশে বিশেষ ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়ে। কিন্তু দীর্ঘ এই সময়ে ব্যাংক হিসাবের সংখ্যা বাড়লেও নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা প্রায় ৮০ শতাংশ। দেশের ব্যাংকিং সেবা তুলনামূলক সহজ হওয়ায় এই সেবায় লেনদেনের হার কমে আসছে।
এ ব্যাপারে ব্যাংকাররা বলছেন, বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল ব্যাংকিং ছড়িয়ে পড়েছে। পাশাপাশি বর্তমানে গ্রামীণ এলাকায়ও রয়েছে এজেন্ট ব্যাংকিং সেবা। এই দুই মাধ্যম দেশজুড়ে আর্থিক লেনদেনকে সহজতর করেছে। ফলে বিশেষ ব্যাংক হিসাবের বড় একটি অংশে লেনদেন হচ্ছে না।
জানা যায়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিশেষ ব্যবস্থায় অ্যাকাউন্ট খোলার কার্যক্রম নেয়া হয়। এসব শ্রেণি-পেশার মধ্যে রয়েছে কৃষক, সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগী, মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র জীবনবীমা পলিসি গ্রহীতা, অতিদরিদ্র উপকারভোগী, অতিদরিদ্র মহিলা উপকারভোগী, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সুবিধাভোগী, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দুস্থ পুনর্বাসনের অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা।
এ ছাড়া ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, তৈরি পোশাক শিল্পে কমর্রত শ্রমিক, চামড়া ও পাদুকাশিল্প-কারখানায় কর্মরত শ্রমিক, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দুস্থ পুনর্বাসনের অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা, স্কুলের শিক্ষার্থী, কর্মজীবী পথ শিশু-কিশোর, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে অনুদানপ্রাপ্ত দুস্থ ব্যক্তি, আইলাদুর্গত ব্যক্তি ও দৃষ্টি প্রতিবন্ধীরা। এখানে ন্যূনতম ১০ টাকা, ৫০ টাকা এবং ১০০ টাকা জমা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করার নিয়ম করা হয়। পাশাপাশি তুলে দেওয়া হয় সর্বনিম্ন জমার বাধ্যবাধকতা।
বিপি/ইকবাল আজাদ