Top

পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর গাছ কেটে নেওয়ার অভিযোগ

১১ এপ্রিল, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ
পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর গাছ কেটে নেওয়ার অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি: :

গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শত্রুতার জেরে মো. খোকন আরাফাতের বসতবাড়ীর বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী মো. মৌয়র আরাফাত ও তার লোকজনের বিরুদ্ধে। গত সোমবার উপজেলার পশারগাতী ইউনিয়নের পশারগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মো. মৌয়র আরাফাত (৭০), স্ত্রী মোছা. বিনা বেগম (৪৫), ছেলে মোঃ তিহাম (২২) সহ অজ্ঞাত আরো ৩জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. খোকন আরাফাত।

সরেজনিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগীর জমির বেশ কিছু আম, জাম, কাঁঠাল, আমলকি, জলপাই, খেজুর ও পেয়ারা গাছ কেটে নেয় অভিযুক্তরা।

এ বিষয়ে অভিযুক্ত মো. মৌয়র আরাফাতকে তার বাড়িতে গিয়ে পাওয়া যায় নি। তবে তার স্ত্রী মোছা. বিনা বেগম বলেন, আমাদের জায়গার গাছ আমরা কেটে নিয়েছি এতে কার কি? এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আগের বিচার সালিশি মানি না।

অভিযোগ সূত্রে জানাগেছে, ভুক্তভোগী মোঃ খোকন আরাফাত দীর্ঘদিন ঢাকায় অবস্থান করায় এই সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করে।

ভুক্তভোগী মোঃ খোকন আরাফাত বলেন, সম্পত্তি দখল নেওয়ার খবর শুনে তাৎক্ষণিক আমি এবং আমার পরিবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে ছুটে আসি। এরপর আমি ও আমার পরিবারের লোকজন জমি দখলে বাধা দিলে মো. মৌয়র আরাফাত ও তার লোকজন আমাকে ও আমার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকে। প্রতিবাদ করলে একপর্যায়ে অভিযুক্তরা মারতে আসে এবং প্রাণ নাশের হুমকি দেয়।

এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া বলেন, অভিযোগ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। দুই পক্ষই এখন শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, জমির কাগজপত্র নিয়ে স্থানীয় গণ্যমান্য লোকজনের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আ. রহমান মীর বলেন, বিষয়টি নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকবার বিচার শালিস হয়েছিল। কিন্তু কাগজপত্র দেখে শালিসের রায় দিলেও মৌয়র আরাফাত ও তার লোকজন মানেনি। তবে তারা চাইলে বিষয়টি মিমাংসার জন্য আমি আবারও চেষ্টা করবো।

শেয়ার