Top
সর্বশেষ

এআইবিএল’র তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

১১ এপ্রিল, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ
এআইবিএল’র তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
নিজস্ব প্রতিবেদক :

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডে বিভিন্ন শাখায় বিনিয়োগ বিভাগের কর্মকর্তাদের নিয়ে “ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ইন এআইবিএল” শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষন কোর্স শুরু হয়েছে।

মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ প্রধান অতিথি হিসেবে উক্ত কোর্সের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল মোঃ আব্দুল আউয়াল সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সার্বিক উন্নয়নে জ্ঞানগত যোগ্যতা সম্পন্ন ব্যাংকার তৈরি হওয়া আবশ্যক।

ইসলামী শরীয়াহ্ভিত্তিক ব্যাংকিং’র বিভিন্ন দিক সম্পর্কে পরিষ্কারভাবে জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে নিজ কর্মসম্পাদন প্রতিফলনের জন্য তিনি অফিসারদের আহ্বান জানান। উন্নত নৈতিক চারিত্রিক গুনাবলী অর্জন এবং দায়িত্বশীলতার সঙ্গে কর্মসম্পাদন করে ব্যাংককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি সবাইকে পরামর্শ দেন।

শেয়ার