Top
সর্বশেষ

ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি-বিহার

১২ এপ্রিল, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ
ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি-বিহার

এবার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের শিলিগুড়ি ও বিহার রাজ্য। ওই দুই রাজ্যে একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়। যার রিখটার স্কেলের মাত্রা ছিল ৪ দশমিক ৩। তবে এখনো পর্যন্ত এ ভূমিকম্পে কোনো ক্ষতির বিষয় কিছু জানা যায়নি।

বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। খবর ইন্ডিয়া টাইমসের।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) সূত্রমতে, বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে বিহারের আরারিয়ায় কম্পন অনুভূত হয়। যার কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।
পাশাপাশি একই সময়ে কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও। যার মাত্রাও ছিল ৪ দশমিক ৩। শিলিগুড়ির ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ কম্পন অনুভূত হয়।

এর আগে ৯ এপ্রিল রোববার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, নিকোবর দ্বীপের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের আঘাত হানে। যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৩।

শেয়ার