Top
সর্বশেষ

নিউইয়র্কে বাণিজ্য উৎসবে সহযোগিতা করবে এফবিসিসিআই

১২ এপ্রিল, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ
নিউইয়র্কে বাণিজ্য উৎসবে সহযোগিতা করবে এফবিসিসিআই
নিজস্ব প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২২ ও ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘ষষ্ঠ বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ার-২০২৩। এই আয়োজনে অংশীদারিত্বমূলক সহযোগিতা করবে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি’ প্রতিপাদ্য নিয়ে মুক্তধারা নিউইয়র্ক এবং ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংক গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সহযোগিতায় নিউইয়র্কের ম্যারিয়ট মারকুইস হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানটি বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো এরই মধ্যে মেলাটিকে তার ক্যালেন্ডারে তালিকাভুক্ত করেছে।

মুক্তধারা নিউইয়র্কের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা বলেন, ‘ষষ্ঠ বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ার-২০২৩’ আয়োজনে সহায়তার জন্য এফবিসিসিআই সম্মতি দিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশি বাণিজ্য ও সংস্কৃতির নিখুঁত সংমিশ্রণ হিসেবে এই ইভেন্টটি ডিজাইন করা যেন দুই দেশের বাণিজ্য সহজ করতে অবদান রাখতে পারে।

তিনি বলেন, এই ইভেন্টে বাংলাদেশি পণ্যের স্টল ছাড়াও পণ্য রপ্তানি নিয়ে সেমিনার এবং যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায়ীদের জন্য আইটি বিষয়ক সেমিনার হবে।

তিনি জানান, যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়াতে রপ্তানি উন্নয়ন ব্যুরো এই ট্রেড শোতে অংশ নিতে যাচ্ছে। ইপিবি এরই মধ্যে ব্যাংকিং ও ফিন্যান্স সার্ভিস, ক্যাপিটাল মার্কেট, রেডিমেড ও টেক্সটাইল, মেডিকেল ও ফার্মাসিউটিক্যালস, অ্যাগ্রো অ্যান্ড অ্যাগ্রো প্রসেসড ফুড অ্যান্ড বেভারেজ, আইটি ও আইটি পরিষেবা, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প, পাট ও পাটের পণ্য এবং রিয়েল এস্টেটসহ বিভিন্ন সেক্টরকে এই ট্রেড শোতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

২০২২ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ার-২০২২-এ বাংলাদেশের ৩০টিরও বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নেয়। যেখানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী নেতারা বিভিন্ন সেশনে অংশ নেন। গত বছর ইভেন্ট চলাকালীন দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে এফবিসিসিআই এবং গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।

শেয়ার