Top

সমাজসেবা অধিদপ্তরের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩ এপ্রিল, ২০২৩ ১২:২৯ অপরাহ্ণ
সমাজসেবা অধিদপ্তরের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর শহরের বাইতুল আমানে সমাজসেবা অধিদপ্তরের সরকারী শিশু পরিবার ( বালক ) এর আয়োজনে দুইশতাধিক এতিম ছাত্র – ছাত্রীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার ফরিদপুরের জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এ.এস.এম আলী আহসান এর সভাপতিত্বে ও সরকারী শিশু পরিবার ( বালক ) এর উপতত্ত্বাবধায়ক এস এম সুজাউদ্দিন রাশেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার ( পিএএ) , রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের প্রফেসর মোঃ রিজভী জামান, মোঃ ফরিদপুরের সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জাহাঙ্গীর কবির , মোঃ নুরুল হুদা , সায়েদুর রহমান মৃধা , গণপূর্ত বিভাগের প্রকৌশলী রুহুল আমিন , ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল হক , সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করা বিদেশি (আমেরিকান ) জয়া বার্লিন এবং সমাজসেবা অধিদপ্তরের অফিসার বৃন্দরা ও বিভিন্ন এনজিও কর্মকর্তারা।

এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন , যে কোন কাজে যদি সহযোগীতা ও প্রশিক্ষণ লাগে এবং খেলা ধুলার সামগ্রী প্রয়োজন হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ব্যবস্থা করে দিব। অন্যান্য ছাত্র-ছাত্রী যারা সকল সুযোগ সুবিধা পায় তাদের থেকে তোমরা কোন অংশে কম নয় সেটা প্রমাণ করে দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের সকল সুবিধা দিয়েছেন সেটাকে কাজে লাগিয়ে তোমরা অনেক দূর এগিয়ে যাবে।

শেয়ার