Top
সর্বশেষ

ঈদে লাখপতি বনে টাকা ব্যবসায়ীরা

১৩ এপ্রিল, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ
ঈদে লাখপতি বনে টাকা ব্যবসায়ীরা
ইকবাল আজাদ :

দেশের বিভিন্ন তফসিলি ব্যাংক ছাড়াও খোলা বাজারে নতুন টাকা বিনিময় করা হয়। তবে সেক্ষেত্রে গ্রাহককে গুণতে হয় অতিরিক্ত অর্থ। বাণিজ্যিক উদ্দেশ্যে চলা নতুন টাকা বিনিময়ের এই ব্যবসা রাজধানীর গুলিস্তানে প্রায় ৫০ বছর ধরে চলে আসছে। অন্যান্য সময় সামান্য লাভে নতুন টাকা বিক্রি করলেও ঈদের সময় বেশি লাভে অর্থ বিনিময় করেন ব্যবসায়ীরা। এতে ঈদকে ঘিরে একেকজন ব্যবসায়ীর প্রায় লাখ টাকার বেশি উপার্জন হয়।

টাকা বিনিময়ের এসব দোকানে ২ টাকা থেকে শুরু করে ৫, ১০, ২০, ৫০ থেকে ১০০, ২০০ টাকা পর্যন্ত সব ধরনের নোটের নতুন বান্ডেল পাওয়া যাচ্ছে। গুলিস্তান ছাড়াও মতিঝিলের সেনাকল্যাণ ভবনের সামনে, নিউমার্কেট, সদরঘাট এবং মিরপুর এলাকায় চলা নতুন টাকার এই ব্যবসা ঈদ আসলে চাঙ্গা হয়ে উঠে।

মতিঝিল এলাকা ঘুরে দেখা যায়, খোলা বাজারে ৫ টাকার পাঁচশ টাকার একটি বান্ডেল ৬শ ৫০ টাকা, ১০ টাকার ১ হাজারের একটি বান্ডেল ১ হাজার ২০০ টাকা, ২০ টাকার ২ হাজারের একটি বান্ডেল ২ হাজার ২০০ টাকা, ৫০ টাকার ৫ হাজারের একটি বান্ডেল ৫ হাজার ১০০ টাকা, ১০০ টাকার ১০ হাজারের একটি বান্ডেল ১০ হাজার ২০০ টাকা দামে বিক্রি হচ্ছে।

তবে মতিঝিলের তুলনায় গুলিস্তানে নতুন টাকার চাহিদা বেশি। ফলে সেখানে তুলনামূলক বেশি দামে নতুন নোট বিক্রি করছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, দুই ঈদে টাকার চাহিদা থাকে বেশি। ঈদ মৌসুমে একজন ব্যবসায়ী টাকা বিক্রি করে কমপক্ষে এক থেকে দেড় লাখ টাকা আয় করেন। বছরের অন্যসব দিনে যে টাকা আয় হয় তার দ্বিগুণ আয় হয় দুই ঈদের সময়ে। এই বাড়ন্ত মুনাফা দিয়ে তারা পুরো বছর সমন্বয় করে সংসার চালান।

তবে ঈদে মানুষের অতিরিক্ত ভীড়ে মাঝেমধ্যে ব্যবসায়ীদের লোকসানও গুনতে হয়। গুলিস্তানের নতুন টাকার ব্যবসায়ী ইয়াকুব বলেন, ঈদ আসলে মানুষ নতুন টাকার প্রতি বেশি ঝুঁকে। এসময় দোকানে স্বাভাবিকের তুলনায় ভীড় বাড়ে। এর মাঝে আমাদের ব্যস্ততার সুযোগ নিয়ে অনেকে টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়া মাঝেমধ্যে আমাদের হিসাবে ভুল হয়। এর ফলে বড় ধরনের লোকসান গুনতে হয়।

শেয়ার