ঈদ আসলেই নতুন জিনিসের প্রতি আগ্রহ বাড়ে মানুষের। নতুন জামা, নতুন জুতা এবং প্রসাধনীর সাথে নতুন টাকার প্রতি বেশ চাহিদা দেখা যায়। শুধু ছোটরাই নয়, বড় মানুষদেরও নতুন কচকচে নোটের প্রতি দেখা যায় ব্যাপক ঝোঁক। ফলে ঈদকে ঘিরে বাংলাদেশ ব্যাংক প্রতি বছর মোটা অঙ্কের নতুন নোট সরবরাহ করে থাকে। এবার ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ১৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হয়েছে। যা বাংলাদেশ ব্যাংক ছাড়াও দেশের ৩২টি বাণিজ্যিক ব্যাংকের ৪০ শাখার মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় টাকার অঙ্ক কম হলেও মানুষের নতুন নোট সংগ্রহের চাহিদায় তেমন ঘাটতি দেখা যাচ্ছে না। বরং নতুন নোট বিনিময় করা শাখাগুলো ঘুরে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, আসন্ন ঈদ উপলক্ষে এবার বাজারে ১৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হয়েছে। যেখানে গত বছরের ঈদুল ফিতরে নতুন নোট ছাড়া হয়েছে ২৩ হাজার কোটি টাকা। এমনকি করোনা মহামারির মধ্যেও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ১৪ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হয়েছিলো। তাছাড়া ২০২০ সালের রোজার ঈদে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি রেখেছিল বাংলাদেশ ব্যাংক। যদিও করোনার প্রভাবে তা সর্বসাধারণের মাঝে বিতরণ করা সম্ভব হয়নি।
এদিকে অন্যান্য বছরের তুলনায় এই বছর নতুন নোটের পরিমাণ কম হলেও মানুষের আগ্রহে ব্যাপক উর্ধ্বগতি দেখা গিয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে নতুন নোট নিতে আসা রাকিব হোসেন বাণিজ্য প্রতিদিনকে জানান, ব্যাংক থেকে বিনিময় করা টাকাগুলো পাঁচ ভাই বোনের মাঝে বিতরণ করবেন। গ্রাম থেকে সবাই বেশি অঙ্কের নতুন নোট আবদার করেছেন। সেই হিসেবে চাহিদার তুলনায় সাড়ে ৮ হাজার টাকা একটু কমই মনে হচ্ছে। একজনকে অন্তত ১০ হাজার টাকা গ্রহণের সুযোগ দিলে ভালো হতো বলে তিনি জানান।
সরেজমিন ঘুরে দেখা যায়, কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহ করতে মানুষ ব্যাংকে সকাল থেকেই লাইন ধরেন। দীর্ঘ সারির এই লাইনে ঢাকা ছাড়াও অবস্থান করছেন নারায়নগঞ্জ, গাজীপুর এবং নরসিংদীর মানুষ। তাছাড়া বয়স্ক মানুষের পাশাপাশি লাইন ধরেছেন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা। পুরুষের লাইনের অপর পাশে নতুন নোটের জন্য মহিলারাও ভিড় করেছেন।
রাজধানীর মুগদা থেকে আসা মুক্তা বেগম বাণিজ্য প্রতিদিনকে জানান, ঈদে বাচ্চারা সবসময় নতুন নোটের বায়না ধরে। নতুন জামা না হলেও নতুন নোটে তাদের বেশি প্রশান্তি। সালামি হিসেবে কে কয়টা নতুন নোট পেল তা নিয়ে প্রতিযোগিতা করে তারা। তাই বাচ্চাদের জন্য দুপুর থেকে টাকা পাল্টে নিতে লাইনে দাঁড়িয়েছেন। প্রায় আড়াই ঘন্টা দাঁড়িয়ে থাকার পর তিনি নতুন নোট নেওয়ার টোকেন হাতে পেয়েছেন। কচকচে নোট হাতে পেলে দাঁড়িয়ে থাকার পরিশ্রম মনে থাকবে না বলেও জানান তিনি।
নতুন নোট নিতে বাংলাদেশ ব্যাংকে এসেছিলেন মতিঝিলের টিএনটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্বাধীন আহমেদ। ঢাকায় পড়াশোনা করলেও পরিবারের সাথে ফেনীতে ঈদ উদযাপন করেন। দীর্ঘ সারির লাইনে দাঁড়িয়ে টোকেন পাওয়ার পর উৎসব করতেও দেখা যায় এই শিক্ষার্থীকে। বাণিজ্য প্রতিদিনের সাথে আলাপচারিতায় তিনি বলেন, ঈদের সময় হাতে নতুন টাকা আলাদা করে খুশির আমেজ সৃষ্টি করে।
তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় লাইনে দাঁড়িয়েছি আর আড়াইটার সময় হাতে টাকা পেলাম। কচকচে নতুন টাকা যেন এক ভিন্ন অনুভূতি। তবে এই টাকা (সাড়ে ৮ হাজার) আমার একার নয়। এখান থেকে আমার পরিবার এবং গ্রামের বন্ধুরা ভাগ পাবেন।
নতুন নোট সরবরাহের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের এক উর্ধ্বতন কর্মকর্তা বাণিজ্য প্রতিদিনকে বলেন, দেশে সারা বছর ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকার সমপরিমাণ বিভিন্ন মূল্যমানের নোট প্রয়োজন হয়। এর ৭০ থেকে ৮০ শতাংশ প্রয়োজন হয় দুই ঈদে। মানুষের ঈদ আনন্দকে আরেকটু উৎসবমুখর করতে বাংলাদেশ ব্যাংক এই দুই ঈদে বাজারে বেশি অর্থ সরবরাহ করে থাকে।
তিনি বলেন, বাজারে যাতে মুদ্রাস্ফীতি বেড়ে না যায় সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। তাছাড়া মার্কেট টুলস ব্যবহার করে বাজারের চাহিদার ভিত্তিতে নতুন নোট বাজারে ছাড়া হয়। এ সময় বাজার সার্কুলেশন বা অর্থের প্রবাহের বিষয়টি দেখে নতুন নোট সরবরাহের সমপরিমাণ অকেজো টাকা পুড়িয়ে ফেলা হয়।
বাংলাদেশ ব্যাংক ছাড়াও ঢাকায় বিভিন্ন ব্যাংকের ৪০টি শাখায় নতুন নোট বিনিময় করা হচ্ছে। ডাচ বাংলা ব্যাংকের রাজধানীর নিউমার্কেট শাখায় গিয়ে লক্ষ্য করা গেছে অনেক লোকের উপস্থিতি। ব্যাংকাররা জানান, প্রতিবারের মতো এবারও ১০ টাকা এবং ২০ টাকা নোটের চাহিদা বেশি। তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে ১০০ টাকার নোট কম সরবরাহ হওয়ায় এই নোটটা ছাড়া বাকি সব টাকাই নিচ্ছে মানুষ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত রোববার থেকে নতুন নোট বিনিময় শুরু করেছে বাংলাদেশ ব্যাংক ও কয়েকটি ব্যাংকের শাখা। যা ১৭ এপ্রিল পর্যন্ত সংগ্রহ করা যাবে। এ সময়ে জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে।