Top
সর্বশেষ

বিজ্ঞাপনে অ্যাড-আইকিউ’র নতুন কনসেপ্ট পিওপি

১৫ এপ্রিল, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপনে অ্যাড-আইকিউ’র নতুন কনসেপ্ট পিওপি
নিজস্ব প্রতিবেদক :

প্রতিযোগিতামূলক বাজারে পয়েন্ট অব পারচেজ (পিওপি) বিজ্ঞাপনের নতুন ধারণা নিয়ে এসেছে বিজ্ঞাপন প্ল্যাটফর্ম অ্যাড-আইকিউ। নির্দিষ্ট ব্র্যান্ডকে ভোক্তাদের ‘টপ অব দ্য মাইন্ড’ রাখার জন্য এই ধারণা যুক্ত করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে।

এতে বলা হয়, অ্যাড-আইকিউ একটি পরিকল্পিত ৩৬০ ডিগ্রী বিপণন কৌশলের লাস্ট লেগ হিসেবে কাজ করে। এটি রিটেইল স্টোরে ডিস্ট্রিবিউটেড বিলবোর্ড নেটওয়ার্কের মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে। এতে ভোক্তাদের কেনাকাটার সিদ্ধান্ত প্রভাবিত হয়।

পিওপি অ্যাডভার্টাইজিং ইনস্টিটিউট দ্বারা পরিচালিত একটি সমীক্ষার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ৯০ শতাংশ গ্রাহক পিওপি বিজ্ঞাপনগুলো লক্ষ্য করেন এবং ৫০ শতাংশ বলেছেন যে, এটি তাদের ক্রয়ের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে৷ ক্রেতা পণ্য কেনার ঠিক আগে ও পণ্য কেনার সময় যাতে ব্র্যান্ডটি তাদের টপ অব দ্য মাইন্ডে থাকে- সেজন্য কাজ করে অ্যাড-আইকিউ।

এ বিষয়ে সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রুবায়েত আহমেদ বলেন, “অ্যাড-আইকিউ’র পয়েন্ট অব পারচেজ বিজ্ঞাপনের সুপরিকল্পিত স্ট্র্যাটেজিক প্লেইসমেন্ট আমাদের কোম্পানির জন্য অসাধারণ ফলাফল এনেছে, যা গ্রাহকদেরকে খুব দ্রুত এঙগেইজ করেছে এবং ব্র্যান্ডের পরিচিতি বাড়িয়েছে।

অ্যাড-আইকিউর উন্নত মার্কেটিং সাইকোলজির কারণে আমাদের ব্র্যান্ডগুলো সবসময় থাকছে ‘টপ অব দ্য মাইন্ড’। বিশেষত রিটেইল স্টোরে মানুষের কেনাকাটার সময়, এমনকি সাধারণ পথচারীদের আসা যাওয়ার সময়ও আমাদের ব্র্যান্ডগুলো থাকছে তাদের সামনেই।”

অ্যাড-আইকিউ একটি সফটওয়্যারভিত্তিক সিস্টেম- যা সহজেই অপারেট করা যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার